পঞ্চায়েতিরাজমন্ত্রক
কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পঞ্চায়েতীরাজ সংস্থাগুলিকে মজবুত করতে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে ৬৮০ কোটি টাকার বেশি দিয়েছে
Posted On:
09 OCT 2025 11:41AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ অক্টোবর, ২০২৫
ভারত সরকার পশ্চিমবঙ্গের গ্রামীণ স্থানীয় প্রতিষ্ঠান (আরএলবি)/ পঞ্চায়েতীরাজ সংস্থাগুলি (পিআরআই)-এর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অসংবদ্ধ (মূল অনুদান) অনুদানের প্রথম কিস্তি হিসেবে ৬৮০.৭১ কোটি টাকা দিয়েছে। এই অর্থ রাজ্যজুড়ে ৩,২২৪ গ্রাম পঞ্চায়েত, ৩৩৫ ব্লক পঞ্চায়েত এবং ২১টি জেলা পরিষদের জন্য ৬ অক্টোবর ২০২৫-এ জারি করা হয়েছে।
গত অর্থ বছর ২০২৪-২৫ এবং চলতি অর্থ বছর ২০২৫-২৬-এর জন্য পশ্চিমবঙ্গকে মোট ৪,১৮১.২৩ কোটি টাকা সুপারিশ করা হয়েছিল এবং দেওয়া হয়েছিল। এর মধ্যে ২,৮২.১৩ কোটি টাকা আনটায়েড অনুদান রূপে এবং ২০৯৯.১০ কোটি টাকা টায়েড অনুদান রূপে শামিল। এই রাজ্যে পঞ্চায়েতী রাজ সংস্থার মাধ্যমে তৃণমূল স্তরে প্রশাসন ও পরিসেবা প্রদান ব্যবস্থাকে মজবুত করতে ভারত সরকারের নিরন্তর দায়বদ্ধতা প্রকাশ করে এই উদ্যোগ।
SSS/AP/NS….
(Release ID: 2176988)
Visitor Counter : 19