PIB Headquarters
azadi ka amrit mahotsav

জনসাধারণের পরিকল্পনা প্রচারাভিযান : তৃণমূলস্তরে প্রশাসনকে মজবুত করছে, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতিকে ত্বরান্বিত করছে

বিকশিত ভারতের জন্য বিকশিত পঞ্চায়েত

Posted On: 05 OCT 2025 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০২৫

 

উল্লেখযোগ্য দিকসমূহ
১) বার্ষিক অংশগ্রহণমূলক পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) তৈরির লক্ষ্যে “সবকি যোজনা সবকা বিকাশ”-এর আওতায় ২০১৮-তে জনসাধারণের পরিকল্পনা প্রচারাভিযান (পিপিসি) চালু করা হয়।
২) পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পিপিসি ২০২৫-২৬ : ২ অক্টোবর, ২০২৫-এ সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে “সবকি যোজনা সবকা বিকাশ” অভিযানের সূচনা; ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পিডিপি-র প্রস্তুতির উদ্যোগ।
৩) ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ (২৯ জুলাই ২০২৫ পর্যন্ত) ১৮.১৩ লক্ষের বেশি পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা আপলোড করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭.৭৩ লক্ষের বেশি গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা।
৪) পরিকল্পনা প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক, সর্বাত্মক এবং সময়-ভিত্তিক, আওতায় রয়েছে সংবিধানের একাদশতম তপশিলের ২৯টি বিষয়।

ভূমিকা ও প্রেক্ষাপট

ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল ভিত্তি হল গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ প্রশাসন ও উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ৭৪তম সংবিধান সংশোধন আইন, ১৯৯২-এর মাধ্যমে একে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হয়। উদ্দেশ্য ছিল, গ্রামাঞ্চলে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে জোরদার করা। তাই, বিকশিত ভারত নির্মাণের পথে উন্নয়নের শক্তিশালী ভিত্তি হল পঞ্চায়েতের উন্নয়ন।

সংবিধানের ২৪৩জি ধারায় পঞ্চায়েতগুলিকে স্থানীয় প্রশাসনের প্রধান প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রান্তিক গোষ্ঠীগুলির প্রয়োজনীয়তা মেটানো এবং মৌলিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভূমিকা রয়েছে।

গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (জিপিডিপি)

প্রাপ্ত সম্পদের ভিত্তিতে আর্থিক উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা তৈরির জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্প যথাযথ রূপায়ণের ক্ষেত্রে পঞ্চায়েতগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

জল সরবরাহ, স্যানিটেশন, সড়ক, জল নিকাশি ব্যবস্থা, রাস্তার আলোকিতকরণ, স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির মতো পরিষেবা প্রদানের দায়িত্ব রয়েছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের। সংবিধানের একাদশতম তপশিলে ২৯টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন -@ https://secforuts.mha.gov.in/73rd-amendment-of-panchayati-raj-in-india/)

২০১৮ সাল থেকে এই প্রক্রিয়ায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করা হয়েছে।

জনসাধারণের পরিকল্পনা প্রচারাভিযান : সবকি যোজনা, সবকা বিকাশ

সবকি যোজনা, সবকা বিকাশ-কে সামনে রেখে ২০১৮-র ২ অক্টোবর জনসাধারণের পরিকল্পনা প্রচারাভিযান (পিপিসি) চালু করা হয়। নির্বাচিত জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠী, কমিউনিটি-ভিত্তিক সংগঠনসমূহ এবং অন্যান্য স্থানীয় অংশগ্রহণকারীদের মাধ্যমে এই পরিকল্পনা রূপায়িত করা হচ্ছে।

উদ্দেশ্য

সময়সীমার মধ্যে দেশজুড়ে গ্রাম পঞ্চায়েত, অন্তর্বর্তী (ব্লক) পঞ্চায়েত এবং জেলা পঞ্চায়েত স্তরে জিপিডিপি, বিপিডিপি এবং ডিপিডিপি কর্মসূচিগুলিকে রূপায়িত করা। এছাড়া, এই উন্নয়ন প্রক্রিয়ায় নির্বাচিত মহিলা প্রতিনিধি, মহিলা কমিউনিটি সদস্যদের সক্রিয়ভাবে যুক্ত করা। পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য, অর্থ এবং কর্মসূচি সংক্রান্ত তথ্যাদি পঞ্চায়েত কার্যালয় ও জনসমক্ষে প্রদর্শন করতে হবে।

জনসাধারণের পরিকল্পনা প্রচারাভিযান ২০২৫-২৬

পঞ্চায়েতি রাজ মন্ত্রক ২০২৫-২৬-এ পিপিসি-র সূচনা করে। ২ অক্টোবর, ২০২৫-এ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে “সবকি যোজনা সবকা বিকাশ” অভিযান চালানো হয়।

প্রকল্প চালু রাখতে ব্যাপকভাবে প্রস্তুতি চালানো হয়। রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং গ্রামোন্নয়নে যুক্ত রাজ্য সংস্থাগুলির সঙ্গে ভার্চ্যুয়ালি আলাপ-আলোচনা চালানো হয়। eGramSwaraj, Meri Panchayat App, and Panchayat NIRNAY-এর মতো ডিজিটাল মাধ্যম ব্যবহারের মাধ্যমে কর্মসূচি রূপায়িত করা হচ্ছে। কাজের অগ্রগতি, কাজের দীর্ঘসূত্রিতা এবং অসমাপ্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার – সবকিছুর ক্ষেত্রেই ডিজিটাল প্ল্যাটফর্ম কাজে লাগানো হচ্ছে।

সাফল্য

২০১৮-তে চালুর পর থেকে পিপিসি পঞ্চায়েতগুলিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে সহায়তা করেছে। পাশাপাশি, জাতীয় অগ্রাধিকারগুলিকে চিহ্নিত করা হয়েছে। 

২০১৯-২০ থেকে ২০২৫-২৬ (২৯ জুলাই, ২০২৫ পর্যন্ত) পাওয়া তথ্যানুযায়ী, ১৮.১৩ লক্ষ পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা আপলোড করা হয়েছে। এর মধ্যে রয়েছে :
>১৭.৭৩ লক্ষের বেশি জিপিডিপি
>৩৫,৭৫৫টি বিপিডিপি
>৩,৪৬৯টি ডিপিডিপি

উপসংহার

তৃণমূলস্তরে গণতন্ত্র প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সুনিশ্চিত করার ক্ষেত্রে পিপিসি এক গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করছে। বিভিন্ন সম্প্রদায়, নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠানগুলিকে একত্রিত করে পঞ্চায়েতের উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা তৈরি করছে। সাধারণ মানুষ এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বিকশিত ভারতের বৃহত্তর ভাবনার রূপায়ণের পথ প্রশস্ত করছে পিপিসি।

তথ্যসূত্র :
•    PIB - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172058
•    73rd Amendment of Panchayati Raj - https://secforuts.mha.gov.in/73rd-amendment-of-panchayati-raj-in-india/
•    People’s Plan Campaign 2023-24 - https://cdnbbsr.s3waas.gov.in/s316026d60ff9b54410b3435b403afd226/uploads/2023/09/202309051614877115.pdf
•    People’s Plan Campaign 2024-25 - https://drive.google.com/file/d/18Pf6v2hJKFo6emWjppox-cXoRTmkk6dd/view
•    PPC for Gram Panchayat Development Plan - https://unnatbharatabhiyan.gov.in/public/uploads/17281196956701038f55424_Report_of_Gram_Sabha_Meeting_on_PPC_for_GPDP_of_Gram_Panchayat_Oachgat.pdf

•    PPC Tripura - https://panchayat.tripura.gov.in/sites/default/files/2024-09/PPC_2.pdf

পিডিএফ দেখতে নিচে ক্লিক করুন – 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025105657601.pdf

 


SSS/MP/DM


(Release ID: 2176742) Visitor Counter : 16