যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
আমার ভারত – জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) পুরস্কার ২০২২-২৩ প্রদান রাষ্ট্রপতির
Posted On:
06 OCT 2025 4:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ২০২২-২৩ বর্ষের আমার ভারত - জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া, যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা নিখিল খাড়সে-সহ বিভিন্ন মন্ত্রকের আধিকারিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবার ক্ষেত্রে অনন্যসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এনএসএস পুরস্কার প্রদান করে থাকে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক।
১৯৯৩-৯৪ সালে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক সমাজ সেবার ক্ষেত্রে তরুণদের অনন্য সাধারণ কাজের জন্য আমার ভারত – জাতীয় সেবা প্রকল্প পুরস্কার চালু করে। ২০২২-২৩ বর্ষের জন্য ৩০ জন এনএসএস স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন – পশ্চিমবঙ্গের দু’জন। এঁরা হলেন – জলপাইগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ের শ্রী অনুপ বিশ্বাস এবং জাঙ্গিপুর কলেজের শ্রী শৌভিক চ্যাটার্জি।
১৯৬৯ সালে মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষ উপলক্ষে এই পুরস্কার চালু করা হয়েছিল। স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে ছাত্রদের চরিত্র গঠন ও ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা করেছিল ভারত সরকার। বর্তমানে দেশে ৪০ লক্ষ এনএসএস স্বেচ্ছাসেবক রয়েছেন।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175363.
SSS/MP/SB
(Release ID: 2175615)
Visitor Counter : 3