রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর হীরক জয়ন্তী উপলক্ষে রুপোর ট্রাম্পেট এবং ট্রাম্পেট ব্যানার প্রদান করলেন রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 30 SEP 2025 9:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাঁর দেহরক্ষী বাহিনীকে রাষ্ট্রপতি ভবনে বাহিনীর হীরক জয়ন্তী উপলক্ষে একটি রুপোর ট্রাম্পেট ও ট্রাম্পেট ব্যানার প্রদান করেছেন। ১৯৫০ সালে এই বাহিনী গঠিত হয়। দীর্ঘ ৭৫ বছর তাদের দেশসেবাকে স্বীকৃতি দিতেই এই আয়োজন। এই অনুষ্ঠানে কমেন্ড্যান্টদের চার্জার ‘বিরাট’ নামের ঘোড়াটিও উপস্থিত ছিল। ২০২২ সালে বিরাট অবসর গ্রহণ করে। রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনী এরপর ঘোড়াটিকে দত্তক হিসেবে নেয়। ২০২২-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোড়াটিকে আদর করেছিলেন। 

 

রাষ্ট্রপতি এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর ভাষণ বলেন, দেহরক্ষী বাহিনীর উৎকৃষ্ট পেশাদারিত্বের জন্য দেশ গর্বিত। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম রেজিমেন্ট ছিল গভর্নর জেনারেলের দেহরক্ষী বাহিনী। ১৭৭৩ সালে এই বাহিনী গঠিত হয়। পরবর্তীতে যা ভাইসরায়ের দেহরক্ষী বাহিনী হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৫০ সালের ২৭ জানুয়ারী বাহিনীর নাম হয় রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনী। প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ১৯৫৬ সালে এই বাহিনীকে তাঁর রুপোর ট্রাম্পেট ও ট্রাম্পেট ব্যানার উপহার দেন। 

 

রাষ্ট্রপতি ভাষণটি পড়ার জন্য নিজের লিঙ্কটি দেখুন - 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025930654401.pdf

 

 

SC/CB/AS


(रिलीज़ आईडी: 2173608) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam