রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ৬৪ তম জাতীয় শিল্পকলা প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

Posted On: 24 SEP 2025 1:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২৪ সেপ্টেম্বর, ২০২৫) নতুন দিল্লিতে ললিতকলা অ্যাকাডেমি আয়োজিত ৬৪ তম জাতীয় শিল্পকলা প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি সকল পুরস্কার বিজেতাদের অভিনন্দন জানান এবং বিশ্বাস ব্যক্ত করে বলেন যে তাঁদের কাজ অন্য শিল্পীদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ভারতীয় ঐতিহ্যে দীর্ঘদিন ধরে শিল্পকলা একটি আধ্যাত্মিক অভ্যাস বলে মনে করা হয়। শিল্পকলা শুধুমাত্র নান্দনিকতা প্রকাশের মাধ্যম নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এবং আরও সংবেদনশীল সমাজ গড়তে একটি শক্তিশালী উপকরণ। তিনি সন্তোষপ্রকাশ করে বলেন যে শিল্পীরা তাঁদের ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং কল্পনার সাহায্যে নতুন ভারতের প্রতিচ্ছবি উপহার দিচ্ছেন। 

রাষ্ট্রপতি বলেন, শিল্পীরা তাঁদের সময়, প্রাণশক্তি এবং মেধা লগ্নি করেন শিল্পকর্ম সৃষ্টিতে। তাঁদের শিল্পকর্মের জন্য ন্যায্য মূল্য শিল্পীদের উৎসাহিত করবে এবং তাঁদেরও উৎসাহিত করবে যাঁরা শিল্পকে পেশা হিসেবে নিতে চান। তিনি সন্তোষপ্রকাশ করে বলেন, শিল্পীদের শিল্পকর্ম বিক্রিতে উৎসাহ দিচ্ছে ললিতকলা অ্যাকাডেমি। তিনি বলেন যে এতে শিল্পীদের আর্থিক সহায়তা দেওয়া যাবে এবং আমাদের সৃষ্টিশীল অর্থনীতিকে শক্তিশালী করা যাবে। তিনি শিল্প প্রেমিকদের আবেদন জানান শিল্পকর্মের শুধু প্রশংসা না করে, তাঁরা যেন সেগুলি বাড়িতে নিয়ে যান। তিনি বলেন যে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিচিতিকে শক্তিশালী করতে।

রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025924645301.pdf

 

 

SC/AP/AS


(Release ID: 2171087) Visitor Counter : 8