মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক   
                
                
                
                
                
                    
                    
                        বিহারের পূর্ণিয়ায় ১০ কোটি টাকার সেক্স-সর্টেড সিমেন কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                15 SEP 2025 9:30PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর ২০২৫
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়ায় পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় গড়ে ওঠা সেক্স-সর্টেড সিমেন কেন্দ্রের উদ্বোধন করেন। ১০ কোটি টাকার এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা প্রতি বছরে ৫ লক্ষ ডোজ। 
মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২০২৪-এর ৫ অক্টোবর দেশজ ‘গৌসর্ট’ প্রযুক্তির সূচনা করেন। এই প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছে সেক্স-সর্টেড সিমেন পৌঁছে দেওয়া সম্ভব হব। পূর্ণিয়ার কেন্দ্রটি চালু হওয়ায় বিশেষ ভাবে উপকৃত হবেন পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের কৃষক ও পশুপালকরা। 
সিমেন সেক্স-সর্টিং হল এমন এক প্রযুক্তি যা ব্যবহার করে স্ত্রী বাছুর জন্মানো প্রায় ৯০ শতাংশ নিশ্চিত করা যায়। তেমনটা হলে পশুপালক ও কৃষকদের অর্থনৈতিক দায়ভার কমে এবং আয়ও বৃদ্ধি পেতে পারে।  
 
 
SC/AC/AS
                
                
                
                
                
                (Release ID: 2167119)
                Visitor Counter : 12