যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি রেলপথ বরাবর পশ্চিমবঙ্গের লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলাকায়, নেটওয়ার্কের মান মূল্যায়ন করল TRAI
Posted On:
08 SEP 2025 3:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (TRAI) চলতি বছরের জুলাই মাসে বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ বরাবর পশ্চিমবঙ্গ লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা অঞ্চল (LSA) এর জন্য তাদের স্বাধীন ড্রাইভ টেস্ট-এর (IDT) ফলাফল প্রকাশ করেছে। TRAI-এর কলকাতা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই ড্রাইভ টেস্টে রেলপথে রেল যাত্রী এবং অন্যদের মোবাইল নেটওয়ার্কের কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা হয়।
২৫ জুলাই, ২০২৫ TRAI-এর দলগুলি বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ৪১৮ কিলোমিটার রেলপথ জুড়ে বিস্তারিত পরীক্ষা চালায়। 2G, 3G, 4G এবং 5G প্রযুক্তি পরিষেবার মূল্যায়ন করা হয়।
পরীক্ষার মূল মাপকাঠিগুলি:
ক) ভয়েস পরিষেবা : কল সেটআপ সাকসেস রেট (CSSR), ড্রপ কল রেট (DCR), কল সেটআপ সময়, কভারেজ।
খ) ডেটা পরিষেবা : ডাউনলোড/আপলোড থ্রুপুট, লেটেন্সি।
বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথে সামগ্রিক মোবাইল নেটওয়ার্কের মূল্যায়নের ফলাফল নীচে সংক্ষেপে দেওয়া হল:
কল সেটআপ সাফল্যের হার - অটো-সিলেকশন মোডে (5G/4G/3G/2G) যথাক্রমে এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর কল সেটআপ সাফল্যের হার ১০০%, ৫৮.১৮%, ৯৭.৩০% এবং ৮৮.২৪%।
ড্রপ কল রেট- অটো-সিলেকশন মোডে (5G/4G/3G/2G) এয়ারটেল, বিএসএনএল, আরজেআইএল এবং ভিআইএল-এর ড্রপ কল রেট যথাক্রমে ১.৮৯%, ১৩.৫৪%, ১.৮৫% এবং ২০.৮৩%।
ডেটা পরিষেবা - ড্রাইভ টেস্টের সময় ডেটা পরিষেবার গড় ডাউনলোড গতি ১২১.৪৭ এমবিপিএস এবং গড় আপলোড গতি ১১.৩৮ এমবিপিএস।
বোলপুর শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথের মূল্যায়নে যেসব রেলস্টেশন অন্তর্ভুক্ত ছিল, সেগুলি হল - সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন এবং কিষাণগঞ্জ।
এসংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনটি TRAI-এর ওয়েবসাইট www.trai.gov.in-এ পাওয়া যাবে। যেকোনো ব্যাখ্যা/তথ্যের জন্য, শ্রী বি. প্রবীণ কুমার, উপদেষ্টা (আঞ্চলিক কার্যালয়, কলকাতা) TRAI-এর সঙ্গে ইমেল: adv.kolkata@trai.gov.in অথবা টেলিফোন নং +91-33-22361401-এ যোগাযোগ করা যেতে পারে।
SC/SD/SKD
(Release ID: 2164928)
Visitor Counter : 2