বস্ত্রমন্ত্রক
জিএসটি সংস্কার ভারতের বস্ত্রক্ষেত্রকে চাঙ্গা করবে
Posted On:
04 SEP 2025 8:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বস্ত্রশিল্প ক্ষেত্র। ১৫ অগাস্ট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের কর কাঠামোয় সংস্কারের কথা ঘোষণা করেন।
এই সংস্কারের ফলে ব্যয় হ্রাস, কাঠামোগত অনিয়ম দূর, কর্মসংস্থান এবং গোটা বস্ত্রশিল্প ক্ষেত্রকে মজবুত করবে বলে আশা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ভারতের বস্ত্রশিল্পের বাণিজ্যকে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
জিএসটি ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার
রেডিমেড পোশাক :
রেডিমেড পোশাকে ২৫০০ টাকার (আগে ছিল ১০০০ টাকা) বেশি প্রতিটি পোশাকে জিএসটি-র হার ৫% করা হয়েছে। এর ফলে রেডিমেড জামাকাপড়ের দাম কমবে এবং মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন। দ্বিতীয় এবং তৃতীয় সারির শহর এবং গ্রামাঞ্চলে বাজার তৈরি হবে।
মানুষের তৈরি সুতো ও তন্তু :
তন্তুর ক্ষেত্রে জিএসটি ১৮% থেকে কমিয়ে ৫% এবং সুতোর ক্ষেত্রে ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এর ফলে সুতো ও তন্তুর দাম কমবে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র উপকৃত হবে।
কার্পেট ও মেঝের আচ্ছাদন :
জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এর ফলে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে এবং পরম্পরাগত শিল্পীরা উপকৃত হবেন।
হস্তশিল্প ও তাঁত :
৩৬টি হস্তশিল্প সামগ্রী এবং হাতে বোনা তাঁতের জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এর ফলে কারিগররা স্বস্তি পাবেন, গ্রামাঞ্চলে জীবনজীবিকার উন্নতি ঘটবে এবং ভারতের সমৃদ্ধ হস্তশিল্প উপকৃত হবে।
সেলাই মেশিন :
জিএসটি ১২% থেকে কমিয়ে ৫% করা হয়েছে। এর ফলে টেলারিং ইউনিটগুলির খরচ কমবে।
বস্ত্রশিল্প ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে এই শিল্পের সঙ্গে যুক্ত সব পক্ষ, রপ্তানিকারক, কারিগর এবং শিল্পোদ্যোগীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছে বস্ত্র মন্ত্রক।
SC/MP/NS
(Release ID: 2164274)
Visitor Counter : 2