সারওরসায়নমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ইন্ডিয়া মেডটেক এক্সপো ২০২৫-এর উদ্বোধন করেছেন ; জিএসটি সংস্কারকে ২০৪৭ –এর মধ্যে আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের লক্ষ্যে একটি মাইলফলক বলে উল্লেখ করেছেন
Posted On:
04 SEP 2025 5:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে দ্বিতীয় ইন্ডিয়া মেডটেক এক্সপো ২০২৫-এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছে রাসায়নিক ও সার মন্ত্রকের ফার্মাসিউটিক্যাল দফতর, সহায়তা করেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর মেডিকেল ডিভাইসেস (ইপিসিএমডি) এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিবিএসসিও)।
ভাষণে শ্রী গোয়েল সাম্প্রতিক জিএসটি সংস্কারকে আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে একটি প্রগতিশীল পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং ১৪০ কোটি ভারতীয়কে ২০৪৭-এর মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে এক সঙ্গে সংকল্প নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “গতকালের জিএসটির সংস্কার, আত্মনির্ভর ভারত নিশ্চিত করার লক্ষ্যে একটি পদক্ষেপ – এক আত্মবিশ্বাসী ভারত, যে ১৪০ কোটি ভারতীয়কে লালন করে, যারা ২০৪৭-এর মধ্যে দেশকে বিকশিত ভারত হিসেবে গড়ে তুলতে সংঘবদ্ধভাবে সংকল্প নিতে এগিয়ে এসেছে। এক উন্নত এবং সমৃদ্ধ দেশ যেখানে প্রত্যেকে সুযোগ পায়, যেখানে প্রত্যেকে ভারতের অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী উন্নয়নের কাহিনীতে অংশ নেয়।”
তিন দিনের এই মেলা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৫। এবারের থিম ‘ইন্ডিয়া : গ্লোবাল মেডটেক ম্যানুফ্যাকচারিং হাব – প্রিসিশন ইঞ্জিনিয়ারিং ইয়েট অ্যাফোর্ডেবল’। এখানে দেখা যাবে এমএসএমই, স্টার্টআপ, গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্ভাবন ও উদ্যোগ। কেন্দ্রীয় সরকারি দফতরগুলির প্যাভিলিয়ন ও রাজ্যের প্যাভেলিয়ন থাকবে এখানে। ৩০ টি দেশের ১৫০ এর বেশি আন্তর্জাতিক ক্রেতা অংশ নেবেন এই এক্সপো-তে। খোঁজ চলবে বিনিয়োগের।
SC/AP/SG
(Release ID: 2163810)
Visitor Counter : 2