কেন্দ্রীয়মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫০০ কোটি টাকার উৎসাহ ভাতা কর্মসূচির অনুমোদন করেছে দেশে বিরল শ্রেণীর খনিজকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগের প্রসারে
Posted On:
03 SEP 2025 7:16PM by PIB Kolkata
নতুন দিল্লি ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৫০০ কোটি টাকার একটি উৎসাহ ভাতা কর্মসূচি অনুমোদন করেছে। দেশে বিরল শ্রেণীর খনিজ পদার্থকে দ্বিতীয়বার ব্যবহারের উপযুক্ত করে তোলার ক্ষমতা বৃদ্ধি করতে।
এই কর্মসূচি ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন (এসসিএমএম)-এর অঙ্গ। এর লক্ষ্য দেশে বিরল শ্রেণীর খনিজ সরবরাহে যাতে ঘাটতি না ঘটে, তার জন্য সক্ষমতা বৃদ্ধি করা। বিরল শ্রেণীর খনিজের মূল্য শৃঙ্খলে আছে খনিজ অনুসন্ধান, নিলাম এবং খনিজ উৎপাদন। বিদেশ থেকে এই ধরনের খনিজ পেতে ভারতীয় শিল্পের কিছুটা সময় লাগে। তাই, সরবরাহ শৃঙ্খল অটুট রাখতে ব্যবহৃত খনিজকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই সঠিক পথ।
এই কর্মসূচির মেয়াদ ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে ২০৪০-৩১ অর্থবর্ষ, এই ৬ বছর। এর জন্য লাগবে ই- বর্জ্য, লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, এই দুটি ছাড়াও অন্যান্য স্ক্র্যাপ যেমন ফেলে দেওয়া গাড়ি থেকে পাওয়া ক্যাটালাইটিক কনভাটার। মূলত সুবিধা পাবেন বড় বড় রিসাইক্লারের পাশাপাশি ছোট এবং নতুন রিসাইক্লারও (স্টার্টআপ সহ)। ছোট এবং নতুনদের জন্য কর্মসূচির এক তৃতীয়াংশ বরাদ্দ করা হয়েছে। নতুন কারখানা নির্মাণ এবং সক্ষমতা বৃদ্ধি বা আধুনিকীকরণে লগ্নি করলে এই কর্মসূচির আওতায় আসা যাবে।
এই কর্মসূচিতে উৎসাহ ভাতার মধ্যে যন্ত্রপাতি, উপকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ২০ শতাংশ মুলধনী ভর্তুকি যা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাপ্য। সময়সীমা পেরিয়ে গেলে ভর্তুকির হার কমবে। এছাড়া, ভিত্তি বর্ষের ওপর বর্ধিত বিক্রয়ের ওপর ভর্তুকি পাওয়া যাবে। সুবিধাপ্রাপকদের সংখ্যা বৃদ্ধি করতে দুই ধরনের ভর্তুকি মিলিয়ে বড় কারখানার জন্য ৫০ কোটি টাকা (এরমধ্যে ১০ কোটি টাকা ওপেক্স ভর্তুকির জন্য) এবং ছোট কারখানার জন্য ২৫ কোটি টাকার (৫ কোটি টাকা ওপেক্স ভর্তুকির জন্য) উর্ধ্বসীমা নির্দিষ্ট করা হয়েছে।
এই উৎসাহ ভাতা কর্মসূচি থেকে আশা করা হচ্ছে, বছরে অন্তত ২৭০ কিলো টন রিসাইক্লিং করার ক্ষমতা তৈরি হবে, যার থেকে পাওয়া যাবে প্রায় ৪০ কিলো টন বিরল শ্রেণীর খনিজ।
লগ্নি হতে পারে প্রায় ৮,০০০ কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৭০,০০০ কর্মসংস্থান হবে। এই কর্মসূচি তৈরির আগে শিল্পমহল এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক এবং সম্মেলন করা হয়েছে।
SC/AP/CS…
(Release ID: 2163611)
Visitor Counter : 9
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam