প্রতিরক্ষামন্ত্রক
সৌদি আরবের জেড্ডায় অবস্থান করছে ভারতীয় নৌবাহিনীর দুই জাহাজ তমাল এবং সুরাট
प्रविष्टि तिथि:
29 AUG 2025 3:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ অগাস্ট, ২০২৫
ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ সৌদি আরবের জেড্ডায় পৌঁছেছে। ২৭ তারিখে তলোয়ার শ্রেণীর রণতরী আইএনএস তমাল পৌঁছায়। পরের দিন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আইএনএস সুরাট ওই বন্দরে পৌঁছেছে। জেড্ডায় অবস্থানকালে রয়্যাল সৌদি নাভাল ফোর্স এবং বর্ডার গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে এই দুই জাহাজের সদস্যদের মধ্যে মতবিনিময় হয়। ভারত ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা মতবিনিময় করেছেন। ভারতীয় নৌবাহিনী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে সৌদি আরবের নৌবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ছাড়াও কূটনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দুদেশের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এই সফরের উদ্দেশ্য।
SC/CB/SKD
(रिलीज़ आईडी: 2161871)
आगंतुक पटल : 32