নির্বাচনকমিশন
রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের বিস্তারিত, পরিকল্পিত আলোচনা চলছে
Posted On:
25 AUG 2025 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ অগাস্ট, ২০২৫
১) গত ৬ মাস ধরে নির্বাচন কমিশন সর্বস্তরে জাতীয় এবং রাজ্যগুলির রাজনৈতিক দলগুলির সঙ্গে গঠনমূলক আলোচনার দীর্ঘদিনের প্রয়োজনীয়তার সমাধান করছে পরিকল্পিতভাবে সকল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা বৈঠকের মাধ্যমে।
২) নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশীর উপস্থিতিতে ২০২৫-এর মার্চে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে এই বৈঠকের কথা বলেন, মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার। সেই মতো ৪,৭১৯টি পরিকল্পিত বৈঠক হয়েছে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে। এর মধ্যে ৪০ টি বৈঠক করেছেন সিইও-রা, ৬৮ টি ডিইওরা এবং ৩,৮৭৯ টি ইআরওরা। বিভিন্ন রাজনৈতিক দলের ২৮ হাজারের বেশি প্রতিনিধি তাতে যোগ দিয়েছেন।
৩) এর পর স্বীকৃত জাতীয় ৬ টি দলের প্রধানদের আমন্ত্রণ জানানো হয় এবং কমিশন ২০২৫-এর মে মাসে ৫ টি জাতীয় দলের প্রধান বা মনোনীত প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন। এই বৈঠকে দলীয় প্রধানরা সরাসরি কমিশনকে জানাতে পেরেছেন তাদের পরামর্শ ও উদ্বেগের কথা। এছাড়াও রাজনৈতিক দলগুলির অনুরোধে তাদের প্রতিনিধি দলের সঙ্গে অতিরিক্ত বৈঠকও করেছে নির্বাচন কমিশন।
৪) এর পরবর্তীকালে কমিশন ২০২৫-এর জুলাই, অগাস্টে ১৭টি স্বীকৃত রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে। বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের প্রক্রিয়া জারি আছে।
৫) এই অতিসক্রিয়তার সঙ্গে বৈঠক কমিশনের নতুন উদ্যোগ এবং পূর্বেকার পদ্ধতির থেকে আলাদা। পূর্বে শুধুমাত্র রাজনৈতিক দলগুলির আগ্রহেই তাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হত কমিশনের।
৬) এই উদ্যোগ কমিশনের সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে চলতি আইনি কাঠামো অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া আরও শক্তিশালী করার দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ।
SC/AP /SG
(Release ID: 2160782)