প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মধ্যপ্রদেশের আর্মি ওয়ার কলেজে অনুষ্ঠিত হতে চলেছে যুদ্ধ বিজ্ঞান সংক্রান্ত তিন বাহিনীর প্রথম আলোচনাসভা রণ সম্বাদ – ২০২৫, পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 25 AUG 2025 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৫ 

 

মধ্যপ্রদেশের আম্বেদকরনগরে ২৬ অগাস্ট শুরু হবে যুদ্ধ বিজ্ঞান সংক্রান্ত তিন বাহিনীর প্রথম আলোচনাসভা রণ সম্বাদ – ২০২৫। দু’দিনের এই সম্মেলনের দ্বিতীয় দিন পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। প্রথম দিন সম্মেলনে বক্তব্য রাখবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান।
এই ধরনের আলোচনাসভা এই প্রথম আয়োজিত হচ্ছে। আধুনিক যুদ্ধ বিজ্ঞান নিয়ে বিশদে মতবিনিময় হবে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলা এর অন্যতম লক্ষ্য। 
রণ সম্বাদ ২০২৫ বিশ্বের নিরাপত্তা রক্ষায় সমাধানসূত্র বের করার কাজে বড় মঞ্চ গড়ে দেবে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রয়োজন ছাড়াও সামগ্রিকভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা পরিমণ্ডল গড়ে তোলা এই সম্মেলন বিশেষ ভূমিকা নেবে। 

 

SC/AC/SB


(Release ID: 2160662)
Read this release in: English , Urdu , Hindi , Telugu