প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটস উদয়গিরি এবং হিমগিরিকে জলে ভাসাতে চলেছে ভারতীয় নৌ-সেনা

Posted On: 25 AUG 2025 11:00AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৫ 

 

অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেটস উদয়গিরি এবং হিমগিরিকে জলে ভাসাতে চলেছে ভারতীয় নৌ-সেনা। এই উপলক্ষ্যে ২৬ অগাস্ট বিশাখাপত্তনমের নৌ-বাহিনী কেন্দ্রে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং। দুটি ভিন্ন জাহাজ কারখানায় তৈরি দুটি প্রথম সারির যুদ্ধ জাহাজকে এই প্রথম একসঙ্গে জলে ভাসানো হচ্ছে। 
এই দুটি জাহাজই অত্যাধুনিক সমর সজ্জায় সজ্জিত। সমুদ্রে যে কোনও ধরনের সামরিক সক্রিয়তায় এরা সক্ষম। 
উদয়গিরি তৈরি হয়েছে মুম্বাইয়ের মাঝগাঁও ডকে। হিমগিরি তৈরি হয়েছে কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থায়। উদয়গিরি এই ধরনের সবচেয়ে দ্রুতগামী জাহাজ। 
জাহাজ দুটির নামকরণ হয়েছে পূর্ববর্তী আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরির কথা মাথায় রেখে। ঐ দুটি জাহাজ ৩০ বছর ভারতীয় নৌ-সেনার অন্তর্ভুক্ত ছিল। নতুন জাহাজ দুটির যন্ত্রাংশের ৭৫ শতাংশই দেশজ। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভর ভারত কর্মসূচির সার্থক প্রয়োগ এই জাহাজ দুটির মাধ্যমে প্রতিফলিত। 

 

SC/AC/SB


(Release ID: 2160617)
Read this release in: English , Urdu , Hindi , Tamil