জলশক্তি মন্ত্রক
ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা খাতে খরচ
Posted On:
21 AUG 2025 3:52PM by PIB Kolkata
নতুন দিল্লি ২১ অগাস্ট ২০২৫
দেশে নদীগুলি দূষিত হওয়ায় কারণ অববাহিকা অঞ্চলে শহরের অপরিশোধিত বা আংশিক পরিশোধিত জল অথবা কল কারখানার বর্জ্য নদীতে মেশা। উন্মুক্ত শৌচালয়, কঠিন বর্জ্য, কৃষি জমির অব্যবহৃত ফসল নদীর জলে মিশে দূষণ ঘটায়। দ্রুত নগরায়ন এবং শিল্পায়ন এই সমস্যাকে আরও তরান্বিত করেছে।
দূষিত নদী খাত এবং জলের গুনগত মান রক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২০২২-এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ৩০ টি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে ২৭৯ টি নদীর ৩১১টি অংশ দূষণ ভারাক্রান্ত।
ন্যাশনাল গ্রিণ ট্রাইব্যুনাল নদী খাতগুলিকে দূষণমুক্ত করতে নানা সময়ে নির্দেশ দিয়েছে। এই সমস্ত নির্দেশ পালনের স্বার্থে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কর্ম পরিকল্পনা স্থির করেছে। তাদের এই কর্ম পরিকল্পনার নজরদারিতে কেন্দ্রীয় স্তরে জলশক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ মন্ত্রক, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন দফতরের সচিবের পৌরোহিত্যে একটি সেন্ট্রাল মনিটারিং কমিটিও গঠন করা হয়েছে। এপর্যন্ত তাদের ২০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিপিসিবি-র তথ্য অনুযায়ী মোট ৪,৫৩৮টি শিল্প সর্বাপেক্ষা বেশি দূষণ সৃষ্টিকারী শিল্পের মধ্যে পড়ে। এগুলির মধ্যে ৩,৬৭২টি শিল্প কারখানা চালু আছে। ৮৬৬টি নিজেদের কারণেই বন্ধ হয়ে গেছে। যে সমস্ত কারখানাগুলি চালু রয়েছে, তাদের মধ্যে ৩০৬৪টি পরিবেশবান্ধব নির্দেশিকা মেনে চলছে বলে দেখা গেছে। ৫৭১ টি শিল্পকে দূষণের দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব কোনোরকম শর্তাবলী মেনে না চলায় ৩৬ টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে একটি কারখানার ওপর জরিমনাও আরোপ করা হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার আওতায় গত ৫ বছর ধরে বছর ভিত্তিক তহবিল বরাদ্দের বিস্তারিত নীচে দেওয়া হল
আর্থিক বছর তহবিল প্রদান/এনএমসিজি মারফৎ বন্টন (কোটি টাকার অঙ্কে)
২০২০-২১ ১৩৩৯.৯৭
২০২১-২২ ১৮৯২.৭০
২০২২-২৩ ২২৫৮.৯৮
২০২৩-২৪ ২৩৬৯.১০
২০২৪-২৫ ২৫৮৯.১১
জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরী লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন।
SC/AB/CS…
(Release ID: 2159347)