জলশক্তি মন্ত্রক
জল নিরাপত্তা
Posted On:
21 AUG 2025 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৫
জল রাজ্যের বিষয় হওয়ায় জলসম্পদের বৃদ্ধি, সংরক্ষণ এবং দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনার কাজ প্রাথমিকভাবে করে থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। রাজ্য সরকারকে সাহায্য করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। ভারত সরকার সারাদেশে জলসংরক্ষণ, সুস্থায়ী জল ব্যবস্থাপনা এবং ভূজলের মাত্রা বৃদ্ধি করতে অটল ভূজল যোজনা, জলশক্তি অভিযান: ক্যাচ দ্য রেন (জেএসএ:সিটিআর), প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা (পিএমকেএসওয়াই)- অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম (এআইবিপি), জলাশয়ের সারাই, সংস্কার এবং পুনরুদ্ধার, নদী সংযুক্তিকরণ, ন্যাশনাল অ্যাকুইফার ম্যাপিং (এনএকিউইউআইএম) কর্মসূচি, অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (অমরুত ২.০) ইত্যাদি কর্মসূচি ও প্রকল্পের সূচনা করেছে। ২০২৪-এর ৬ সেপ্টেম্বর শুরু হয় জলশক্তি জনভাগীদারি উদ্যোগ। জল ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় জোরদার করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।
৯/৩/২০২৪ থেকে ২১/০৩/২০২৫ পর্যন্ত জলশক্তি অভিযান : ক্যাচ দ্য রেন কর্মসূচিতে পশ্চিমবঙ্গে জলসংরক্ষণ এবং রেন ওয়াটার হারভেস্টিং-এ ২৩০টি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। পুরোনো জলাশয় সংস্কারের কাজে ৬১টি কর্মসূচি সমাপ্ত হয়েছে এবং রিইউজ এবং রিচার্জ স্ট্রাকচার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটি প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। ওয়াটার শেড ডেভলপমেন্টে ৩৬টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। মোট জলসংক্রান্ত কাজে ৩২৮টি প্রকল্পের কাজই সম্পন্ন হয়েছে। নিবিড় বনসৃজন প্রকল্পে ৮৭২টির কাজ শেষ হয়েছে। প্রশিক্ষণশিবির এবং কিষাণ মেলা বসেছে ৬টি।
৩১/৫/২০২৫ পর্যন্ত জলসঞ্চয়, জনভাগীদারী ১.০-এ পশ্চিমবঙ্গে ৩৩টির মধ্যে ২৭টির কাজ সম্পন্ন হয়েছে, ৫টির কাজ চলছে।
আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজভূষণ চৌধুরি।
SC/ AP /AG
(Release ID: 2159335)