পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর : পারমাণবিক কেন্দ্রে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাপনার মূল্যায়ন

Posted On: 20 AUG 2025 4:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ অগাস্ট, ২০২৫


সুরক্ষা সংক্রান্ত কোনো বড় দুর্ঘটনা যাতে না হয় তা নিশ্চিত করতে পারমাণবিক কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে। জাপানের পূর্ব প্রান্তে ভয়াবহ ভূমিকম্পের কারণে ২০১১ সালে ফুকুসিমা দাইচি-তে দুর্ঘটনা হওয়ার পর এধরনের মূল্যায়নের উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সম্প্রতি রাশিয়ায় ৮.৬ মাত্রার ভূকম্প অনুভূত হওয়ার পর সরাসরি পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো প্রভাব পরেনি ঠিকই, কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপকূলীয় অঞ্চলে পারমাণবিক কেন্দ্রগুলি নির্মাণের সময়ে ভূমিকম্প, সুনামি, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়গুলিকে বিবেচনায় রাখা হয়। কুড়ানকুলাম পারমাণবিক কেন্দ্রে ৬টি নিউক্লিয়ার পাওয়ার রিয়্যাকটর রয়েছে। এগুলির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১ হাজার মেগাওয়াট। এদের মধ্যে ২টি রিয়্যাকটর থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বাকি চারটি রিয়্যাকটর তৈরির কাজ চলছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

 


SC/CB/SKD


(Release ID: 2158522)
Read this release in: English , Urdu , Hindi , Telugu