গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণের সুবিধাপ্রাপকরা

Posted On: 19 AUG 2025 6:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ অগাস্ট, ২০২৫

 


২০১৬ সালের ১ এপ্রিল থেকে গ্রামাঞ্চলে “হাউজিং ফর অল” অর্থাৎ প্রত্যেকের জন্য বাড়ি কর্মসূচিটি বাস্তবায়িত করছে গ্রামোন্নয়ন মন্ত্রক। ২০২৯ সালের মধ্যে ৪ কোটি ৯৫ লক্ষ পাকা বাড়ি নির্মাণ করাই এর লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সময়কালে গ্রামাঞ্চলে আরও ২ কোটি বাড়ি নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। মোট লক্ষ্যমাত্রার ৩ কোটি ৮৫ লক্ষ বাড়ি তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইতোমধ্যেই ২ কোটি ৮৩ লক্ষ বাড়ি নির্মিত হয়েছে।

২০১৬-২৫ এই সময়কালে ৯ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণের আওতায় ২ কোটি ৮২ লক্ষ ৯০ হাজার বাড়ি নির্মাণের ফলে ৫৬৮ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। গ্রামাঞ্চলে রাজমিস্ত্রিদের প্রশিক্ষণ সংক্রান্ত কর্মসূচির আওতায় ২ লক্ষ ৯৭ হাজার জন প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়াও এদের মধ্য থেকে অনেকেই বিদেশে কাজ করার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্প থেকে অনেক পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যেখানে বাড়ি তৈরির বিভিন্ন সরঞ্জাম উৎপাদন থেকে সেগুলির পরিবহণের কাজেও বহু মানুষ যুক্ত হয়েছেন। এই প্রকল্পের ক্ষেত্রে আর্থিক সহায়তা বৃদ্ধির কোনো প্রস্তাব এই মুহূর্তে নেই।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত এই তথ্য জানিয়েছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ চন্দ্রশেখর পেম্মাসানি।

 


SC/CB/SKD


(Release ID: 2158456) Visitor Counter : 15