প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১২৭ জন শৌর্য পুরস্কারপ্রাপক, ৪০ জন বিশেষ সেবা পুরস্কারপ্রাপক এবং ২৯০ জন মেনশন-ইন-ডেসপ্যাচ সম্মানপ্রাপকের নাম অনুমোদন করলেন রাষ্ট্রপতি

Posted On: 14 AUG 2025 7:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ আগস্ট, ২০২৫

 

স্বাধীনতা দিবস, ২০২৫-এর প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মিলিয়ে মোট ১২৭ জন শৌর্য পুরস্কারপ্রাপক এবং ৪০ জন বিশেষ সেবা পুরস্কারপ্রাপকের নামে অনুমোদন দিলেন। এর মধ্যে ৪ জন কীর্তি চক্র, ১৫ জন বীর চক্র এবং ১৬ জন শৌর্য চক্র পেয়েছেন। বার টু সেনা মেডেলে ভূষিত ২ জন। ৫৮ জন সেনা পদক পেয়েছেন। নৌ-সেনা পদক পেয়েছেন ৬ জন। ২৬ জন পেয়েছেন বায়ুসেনা পদক। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক পেয়েছেন ৭ জন। এছাড়াও, উত্তম যুদ্ধ সেবা পদক পেয়েছেন ৯ জন এবং যুদ্ধ সেবা পদক পেয়েছেন ২৪ জন। মেনশন-ইন-ডেসপ্যাচ-এর তালিকায় রয়েছেন স্থল সেনাবাহিনীর ১১৫ জন, নৌ-সেনার ৫ জন, বায়ুসেনার ১৬৭ জন এবং বর্ডার রোডস ডেভেলপমেন্ট বোর্ড-এর ৩ জন। 

বিস্তারিত তালিকা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন -
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156515

 

SC/AC/DM


(Release ID: 2156814) Visitor Counter : 18