নারীওশিশুবিকাশমন্ত্রক
নারী ও শিশুদের ক্ষমতায়নে অবদানের জন্য ৭৯তম স্বাধীনতা দিবস সমারোহে সম্মানিত হবেন বিশেষ অতিথিরা
Posted On:
13 AUG 2025 10:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ আগস্ট ২০২৫
৭৯তম স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট, ২০২৫-এ দেশজোড়া উদযাপনে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দিল্লির লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। ভাষণ দেবেন দেশবাসীর উদ্দেশে।
নারী ও শিশুদের ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিতে ১৭১ জন বিশেষ অতিথিকে এই সমারোহে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন – অঙ্গনওয়াড়ি কর্মী, সিসিআইএস সহ বিভিন্ন সংগঠনের ছেলে-মেয়েরা এবং নারী ও শিশুবিকাশ মন্ত্রকের কর্মীরা।
১৩-১৬ আগস্ট নতুন দিল্লি সফরে এঁরা সংসদ ভবন, প্রধানমন্ত্রী সংগ্রহালয়, কর্তব্য পথ সহ গুরুত্বপূর্ণ নানা এলাকা ঘুরে দেখবেন।
কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, দেশ গঠনের প্রথম ধাপ মহিলাদের ক্ষমতায়ন এবং শিশুদের প্রতি যত্নবান হওয়া। এই বিষয়টি বারবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এই গুরুত্বপূর্ণ কাজে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিতে বিশেষ অতিথিদের সম্মানিত করতে পেরে নারী ও শিশুবিকাশ মন্ত্রক গর্বিত। তাঁদের নিষ্ঠা আরও অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী ভারত গড়ে তোলার অন্যতম ভিত্তি।
SC/AC/DM.
(Release ID: 2156331)