সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
প্রধানমন্ত্রী দক্ষতা ও কুশলতা সম্পন্ন হিতগ্রাহী PM-DAKSH প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ
Posted On:
12 AUG 2025 4:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ অগাস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী দক্ষতা ও কুশলতা সম্পন্ন হিতগ্রাহী PM-DAKSH প্রকল্পের আওতায় এপর্যন্ত ১ লক্ষ ৮৭ হাজার ৩০৫ জনকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এদের মধ্যে এপর্যন্ত ৭৩ হাজার ১০২ জন (৩৯ শতাংশ) চাকরি পেয়েছেন বা স্বনিযুক্ত হয়েছেন।
নজর রাখার যে ব্যবস্থাপনা এই প্রকল্পের নির্দেশিকায় রয়েছে তা হল –
১) জাতীয় তপশিলি জাতি অর্থ ও উন্নয়ন নিগম (এনএসএফডিসি), জাতীয় অনগ্রসর শ্রেণী অর্থ ও উন্নয়ন নিগম (এনবিসিএফডিসি) এবং জাতীয় সাফাই কর্মচারী অর্থ ও উন্নয়ন নিগম (এনএসকেএফডিসি) সরাসরি সমস্ত প্রশিক্ষণ কর্মসূচির উপর নজর রাখে। নির্বাচন কমিটির বৈঠক, কমিটির বৈঠকের মিনিটে উল্লেখিত প্রশিক্ষণ গ্রহণকারীদের বিশদ বিবরণ, প্রশিক্ষণ কর্মসূচির উপর নজরদারি, পোর্টালে সুবিধাভোগীদের বিশদ বিবরণ সহ যাবতীয় কাজে এই নিগমগুলির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
২) এছাড়া সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দল ও প্রতিনিধিরাও প্রশিক্ষণ কর্মসূচির উপর নজর রাখেন। আচমকা পরিদর্শনেরও ব্যবস্থা করা হয়। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কাজ সন্তোষজনক না হলে তাদের কারণ দর্শাতে বলা হয়। কারণ সন্তোষজনক না হলে, প্রশিক্ষণ কর্মসূচি বাতিল করা হয়।
প্রধানমন্ত্রী দক্ষতা ও কুশলতা সম্পন্ন হিতগ্রাহী প্রকল্পের নির্দেশিকা অনুসারে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের অন্তত ৭০ শতাংশ যাতে চাকরি পান বা স্বনিযুক্ত হন তা নিশ্চিত করতে হয়। এই শর্ত পূরণ না করতে পারলে প্রশিক্ষণের ব্যয়ের তৃতীয় কিস্তি (৩০ শতাংশ) দেওয়া হয় না। তিনটি নিগম যোগ্য প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্যোগ স্থাপনের জন্য আর্থিক সহায়তা দেয়।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির প্রস্তাব ও চাহিদা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামো (এনএসকিউএফ)-র আওতায় প্রশিক্ষণের কর্মসূচি স্থির করা হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা এই তথ্য জানিয়েছেন।
SC/SD/SKD
(Release ID: 2156021)