গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে আধার-ভিত্তিক অর্থ প্রদান ব্যবস্থাপনা

Posted On: 12 AUG 2025 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অগাস্ট, ২০২৫ 

 

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় কর্মরতদের সময়মতো মজুরি পাওয়া নিশ্চিত করতে এবং প্রায়শই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাল্টে যাওয়ার জেরে উদ্ভুত সমস্যার মোকাবিলায় আধার পেমেন্ট ব্রিজ প্রণালী প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে এই প্রণালীর ব্যবহার বাধ্যতামূলক করা হয়। 
মজুরি প্রদানে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা বৃদ্ধি করতে বিশেষ সহায়ক হয়েছে আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম। কোনও কারণে এই প্রণালীর মাধ্যমে মজুরি প্রদান সম্ভব না হলে ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস – এর মাধ্যমে কাজ করা হয়। বর্তমানে ১২.১২ কোটি শ্রমিকের মধ্যে ৯৯.৬৫ শতাংশেরই আধার সিডিং সম্পন্ন। বাকি কাজ দ্রুত সম্পন্ন করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাজকর্মের উপর সতর্ক নজর রেখে চলেছে কেন্দ্র। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কমলেশ পাসওয়ান।

 

SC/AC/SB


(Release ID: 2155971)
Read this release in: English , Urdu , Hindi