জলশক্তি মন্ত্রক
অটল ভূজল যোজনার আওতায় জল সংকটগ্রস্ত গ্রামপঞ্চায়েতগুলি চিহ্নিত করার মানদন্ড
Posted On:
11 AUG 2025 3:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫
জল রাজ্যের বিষয় এবং ভূজল সংস্থানের জন্য ব্যবস্থাপনার দায়িত্ব রাজ্য সরকারগুলির। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে। এই লক্ষ্যে জলশক্তি মন্ত্রক ও অন্য কেন্দ্রীয় মন্ত্রকগুলি দেশে ভূজল ব্যবস্থাপনার জন্য যে ভূমিকা গ্রহণ করেছে, সেগুলি নিম্নরূপ :
জলশক্তি মন্ত্রক ভূজল সংস্থানের জন্য একটি প্রকল্প শুরু করেছে যার নাম অটল ভূজল যোজনা। ভূগর্ভস্থ জল সংরক্ষণের বিষয়ে নজর দেওয়া প্রথম প্রকল্প এটি।
সরকার ২০১৯ সালে দেশে জলশক্তি অভিযান চালু করে। বর্ষার জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণ সংক্রান্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ। ৭০০-র বেশি জলশক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জলশক্তি অভিযানকে আরও মজবুত করতে জল সঞ্চয় জন আন্দোলন শুরু হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য, স্থানীয়ভাবে জল সংরক্ষণ।
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-র আওতায় জল প্রাপ্তি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অটল ভূজল যোজনা হরিয়ানা, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশে ৮,২০৩টি গ্রাম পঞ্চায়েতে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত করা হয়েছে।
জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধুরী আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান।
SC/PM/NS
(Release ID: 2155141)