জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

অটল ভূজল যোজনার আওতায় জল সংকটগ্রস্ত গ্রামপঞ্চায়েতগুলি চিহ্নিত করার মানদন্ড

Posted On: 11 AUG 2025 3:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫

 

জল রাজ্যের বিষয় এবং ভূজল সংস্থানের জন্য ব্যবস্থাপনার দায়িত্ব রাজ্য সরকারগুলির। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে। এই লক্ষ্যে জলশক্তি মন্ত্রক ও অন্য কেন্দ্রীয় মন্ত্রকগুলি দেশে ভূজল ব্যবস্থাপনার জন্য যে ভূমিকা গ্রহণ করেছে, সেগুলি নিম্নরূপ :

    জলশক্তি মন্ত্রক ভূজল সংস্থানের জন্য একটি প্রকল্প শুরু করেছে যার নাম অটল ভূজল যোজনা। ভূগর্ভস্থ জল সংরক্ষণের বিষয়ে নজর দেওয়া প্রথম প্রকল্প এটি। 

    সরকার ২০১৯ সালে দেশে জলশক্তি অভিযান চালু করে। বর্ষার জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণ সংক্রান্ত কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে এই অভিযান বিশেষ গুরুত্বপূর্ণ। ৭০০-র বেশি জলশক্তি কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

    জলশক্তি অভিযানকে আরও মজবুত করতে জল সঞ্চয় জন আন্দোলন শুরু হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য, স্থানীয়ভাবে জল সংরক্ষণ।

    মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-র আওতায় জল প্রাপ্তি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। 


অটল ভূজল যোজনা হরিয়ানা, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশে ৮,২০৩টি গ্রাম পঞ্চায়েতে পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িত করা হয়েছে। 

জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধুরী আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান। 

 


SC/PM/NS


(Release ID: 2155141)
Read this release in: English , Urdu , Marathi , Hindi