জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআইপি-র আওতায় চিহ্নিত বাঁধের সংখ্যা

Posted On: 11 AUG 2025 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৫

 

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী ১৯টি রাজ্যের ৭৩৬টি বাঁধকে বাঁধ সংস্কার ও উন্নয়ন প্রকল্প ডিআরআইপি-র আওতায় চিহ্নিত করা হয়েছে। ডিআরআইপি-র দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রকল্পের জন্য মোট ১০,২১১ কোটি টাকা ব্যয় করা হবে। ২০২১-২০৩১ এই ১০ বছর সময়কালে এই অর্থ ব্যবহৃত হবে। 

ডিআরআইপি-র দ্বিতীয় পর্যায়টি ১২ অক্টোবর ২০২১ তারিখে কার্যকর করা হয়। বিশ্বব্যাঙ্ক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এআইআইবি-র অর্থ সাহায্যে এখানে কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গের ৯টি বাঁধের জন্য খরচ হবে ৮৪ কোটি টাকা। 

৩০ জুন ২০২৫ পর্যন্ত বিভিন্ন সংস্থা ডিআরআইপি-র দ্বিতীয় ধাপের প্রকল্পের আওতায় ১,৭৯৬.৯৬ কোটি টাকা ব্যয় করেছে। 

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজ ভূষণ চৌধুরী এই তথ্য জানান। 

 


SC/PM/NS…


(Release ID: 2155139)
Read this release in: English , Urdu , Hindi