বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
আধার ফেস অথেনটিকেশন ব্যবস্থা জুলাই মাসে ১৯.৩৬ কোটি লেনদেনের মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে; একদিনে সর্বোচ্চ ফেস অথেনটিকেশন লেনদেনের রেকর্ড তৈরি হয়েছে
Posted On:
08 AUG 2025 5:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ অগাস্ট ২০২৫
২০২৫ সালের জুলাই মাসে আধার ফেস অথেনটিকেশন ১৯.৩৬ কোটি লেনদেনের মাধ্যমে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করেছে। এই সংখ্যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫.৭৭ কোটি। এই বৃদ্ধি, পরিষেবা গ্রহণ এবং প্রদান উভয় ক্ষেত্রেই এর ক্রমবর্ধমান ব্যবহার ও উপযোগিতাকে নির্দেশ করে।
আধার ফেস অথেনটিকেশন সমাধান প্রতি মাসে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জুলাই মাসে ফেস অথেনটিকেশন লেনদেন জুনের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছে।
জুলাই মাসেও একদিনে সর্বোচ্চ ফেস অথেনটিকেশন লেনদেন রেকর্ড তৈরি করেছে। পয়লা জুলাই ১.২২ কোটিরও বেশি লেনদেন করা হয়েছিল।
সরকারি মন্ত্রক এবং বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, তেল বিপণন সংস্থা, টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা সহ ১৫০ টিরও বেশি সংস্থা তাদের পরিষেবা সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ফেস অথেনটিকেশন ব্যবহার করছে। এআই ভিত্তিক এই ফেস অথেনটিকেশন পদ্ধতিটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মেই কাজ করে।
আধার ফেস অথেনটিকেশনকে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (এনএসএপি) সঙ্গে একীকৃত করা হয়েছে। এটি যোগ্য সুবিধাভোগীদের তাদের সামাজিক সুরক্ষা সুবিধাগুলি নিরাপদ এবং যোগাযোগহীন পদ্ধতিতে পেতে সহায়তা করছে। জুলাই মাসে ১৩.৬৬ লক্ষ সুবিধাভোগী ফেস অথেনটিকেশন ব্যবহার করে নিজেদের প্রমাণীকরণ করেছেন।
জাতীয় মেডিকেল কমিশন (এনএমসি)-এর আওতায় ৮৫০টি মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানে, উপস্থিতি চিহ্নিত করার জন্য আধার ফেস অথেনটিকেশন গ্রহণ করা হয়েছে। একইভাবে, স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে নিয়োগ পর্ষদের মতো কেন্দ্রীয় নিয়োগ সংস্থাগুলিও প্রার্থী নিবন্ধন এবং যাচাইকরণের জন্য ফেস অথেনটিকেশন ব্যবহার করছে।
সামগ্রিকভাবে, ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ (ইউআইডিএআই) জুলাই মাসে ২২১ কোটি আধার প্রমাণীকরণ লেনদেন রেকর্ড করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৮% বেশি।
এই ক্রমবর্ধমান লেনদেনগুলি প্রমাণ করে যে, কীভাবে আধার ভিত্তিক প্রমাণীকরণ কার্যকর কল্যাণ প্রদানের জন্য একটি সুবিধা প্রদানকারীর ভূমিকা পালন করছে। এটি লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা সহজতর করার একটি অনুঘটক।
একইভাবে, জুলাই মাসে, ৩৯.৫৬ কোটি ই-কেওয়াইসি লেনদেন সম্পন্ন হয়েছে। আধার ই-কেওয়াইসি পরিষেবা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে এবং ব্যাঙ্কিং ও নন-ব্যাঙ্কিং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
SC/PM/AS
(Release ID: 2154558)
Visitor Counter : 4