শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

ই-শ্রম পোর্টালের কার্যকারিতা ও ব্যবহার

Posted On: 07 AUG 2025 4:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২৫

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক আধার – এর সঙ্গে সংযুক্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের একটি বিস্তৃত ডেটাবেস তৈরির জন্য ২৬ অগাস্ট, ২০২১ তারিখে ই-শ্রম পোর্টাল (eshram.gov.in) চালু করেছে। এই পোর্টালটি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নথিভুক্তিকরণ ও সহায়তার জন্য তৈরি করা হয়েছে।

৩ অগাস্ট, ২০২৫ তারিখ পর্যন্ত ৩০.৯৮ কোটিরও বেশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন।

২০২৪-২৫ এর বাজেটের সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা প্রদানের জন্য ই-শ্রমকে ব্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের ১৪টি প্রকল্প ই-শ্রম এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ইত্যাদি রয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সুশ্রী শোভা কারান্দলাজে।

 

SC/PM/SB


(Release ID: 2153786)
Read this release in: English , Urdu , Hindi