ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্ন : মাইক্রো প্লাস্টিক এবং সামুদ্রিক বর্জ্য নির্ধারণে সমীক্ষা

Posted On: 06 AUG 2025 3:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০২৫

 

পৃথ্বী বিজ্ঞান মন্ত্রক ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ (এনসিসিআর)-এর মাধ্যমে ২০২২ এবং ২০২৫-এর মধ্যে মাইক্রো প্লাস্টিক এবং সামুদ্রিক বর্জ্যের পরিমাণ নির্ধারণ করতে ভারতের উপকূল বরাবর ক্ষেত্র সমীক্ষা করেছে। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে জলে এবং তলানিতে মাইক্রো প্লাস্টিকের সমীক্ষা করা হয়েছে। পশ্চিম উপকূলে গুজরাটের পোর বন্দর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী এবং পূর্ব উপকূলে ওড়িশার পুরী থেকে তামিলনাড়ুর তুতিকোরিম পর্যন্ত এলাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে মাইক্রো প্লাস্টিক দূষণের প্রধান কারণ নদীপথে আসা বর্জ্য এবং মাছ ধরার ফেলে দেওয়া, হারিয়ে যাওয়া এবং বাতিল করা যন্ত্রপাতি। এছাড়া উপকূলবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে “স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর” কর্মসূচিতে সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে প্রতি বছর আন্তর্জাতিক উপকূল স্বচ্ছতা অভিযান দিবসে সামুদ্রিক বর্জ্যের জাতীয় মাত্রা নির্ধারণ করা হয়। এই সমীক্ষায় দেখা গেছে সমুদ্র তীরে আবর্জনার বেশিটাই পর্যটন ও আমোদ-প্রমোদ সংক্রান্ত কাজকর্মের ফলে হয়েছে। সমীক্ষা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে সমুদ্র তীরে বর্জ্যের পরিমাণ প্রতি বছর কমছে। ২০১৮-য় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ যেখানে ৬৭%, ২০২৪-এ তা কমে হয়েছে ৪৩%।

এছাড়া গোয়ার ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওশানোগ্রাফি পূর্ব আরব সাগর বরাবর মাইক্রো প্লাস্টিকের বিষয়ে বিস্তারিত সমীক্ষা চালায়। একইসঙ্গে গবেষণা চালানো হয় বিশেষ বিশেষ অঞ্চলে মাইক্রো প্লাস্টিক বর্জ্যের প্রভাব সম্পর্কে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কে প্রবাল প্রাচীর বরাবর সমুদ্রের নীচে বর্জ্য সমীক্ষা চালানো হয়েছে। চেন্নাইয়ের ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চ এনসিসিআর-এর মাধ্যমে পৃথ্বী বিজ্ঞান মন্ত্রক ন্যাশনাল মেরিন লিটার পলিসির পথচিত্র তৈরি করেছে। বিভিন্ন পক্ষকে খসড়া নীতি দেওয়া হয়েছে পর্যালোচনা ও পরামর্শের জন্য।

২০১৮ থেকে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে সামুদ্রিক বর্জ্য এবং মাইক্রো প্লাস্টিকের কূপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক উপকূল পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে এনসিসিআর এবং পৃথ্বী বিজ্ঞান মন্ত্রক। পশ্চিমবঙ্গে ২০১৯-এ একবার, ২০২০-তে একবার, ২০২২-এ ৬ বার, ২০২৩ এবং ২০২৪-এ দু বার করে স্বচ্ছতা অভিযান চলে।


SC/AP/NS


(Release ID: 2153638)
Read this release in: English , Urdu , Hindi