কয়লামন্ত্রক
বন্ধ কয়লাখনিগুলিকে পর্যটন স্থল হিসেবে নির্মাণ
Posted On:
06 AUG 2025 3:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ অগাস্ট, ২০২৫
জামার্নি, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে কয়েকটি বন্ধ কয়লাখনিকে পর্যটন কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, রিজার্ভয়ার অথবা শিল্প ইত্যাদির জন্য নতুন করে তৈরি করা হয়েছে।
কয়লা এবং লিগনাইটের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি এই ধরনের একাধিক উদ্যোগ নিয়েছে, যেমন ইকো পার্ক নির্মাণ, খনি পর্যটন স্থল, বিনোদন পার্ক, মৎস্য চাষ, সৌরশক্তি প্রকল্প এবং অন্যান্য সমাজ কেন্দ্রিক নানা কর্মকাণ্ড। এদের মধ্যে উল্লেখযোগ্য সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের বিশ্রামপুর এবং অনন্যা বাটিকা, ওয়েস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের সাওনার ইকো পার্ক, সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের কায়াকল্প বাটিকা এবং কেরকেট্টা খনিতে মৎস্য চাষ, মহানদী কোল্ডফিল্ডস লিমিটেডের ওরিয়েন্ট মাইন নম্বর ৪-এ সি এস আজাদ ইকো পার্ক, ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের সিন্দুর ইকো পার্ক এবং আমবাগান, ভারত কোকিং কোল লিমিটেডের পরেশনাথ উদ্যান।
কয়লা ও লিগনাইটের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দেশে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বর্তমানে উৎপাদন বৃদ্ধি করছে। কয়লার ভাণ্ডার নিঃশেষিত হওয়ার জন্য কোনো খনি বন্ধ হয়ে গেলে স্থায়ী শ্রমিকদের অন্য খনিতে বদলি করা হয় তাঁদের কর্মজীবন সচল রাখতে। ভারতে গাইড লাইন্স ফর প্রিপারেশন অফ মাইনিং প্ল্যান অ্যান্ড মাইন ক্লোজার প্ল্যান ফর কোল অ্যান্ড লিগনাইট ব্লকস ২০২৫ অনুযায়ী বন্ধ খনিকে অন্য কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈজ্ঞানিক উপায়ে এবং সামাজিক কল্যাণে এই নীতি নির্দেশিকায় বিস্তারিত দিক নির্দেশ করা হয়েছে পরিবেশ সুরক্ষার দিকে তাকিয়ে। এই নীতি নির্দেশিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি স্থানীয় মানুষের জন্য দক্ষতা বৃদ্ধি এবং জীবন-জীবিকার কর্মসূচি গ্রহণ করে। খনি বন্ধের জন্য জমা করা ৫ বছরের মেয়াদে নির্ধারিত অর্থের ন্যূনতম ২৫% ব্যবহার করতে হয় সামাজিক কাজে। চূড়ান্ত খনি বন্ধের খরচের ১০% নির্দিষ্ট থাকে শুধুমাত্র রূপান্তরের জন্য। এই অর্থ ব্যবহার করতে হয় জেলা প্রশাসন এবং সামাজিক কল্যাণের সঙ্গে যুক্ত পক্ষের সঙ্গে আলোচনা করে।
লোকসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।
SC/AP/NS
(Release ID: 2153636)