পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
জিডিপি বৃদ্ধির সম্ভাবনা
Posted On:
05 AUG 2025 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫
ভারতের মধ্যবর্তী সময়ের জিডিপি বৃদ্ধির গতিপথ এক দশকের শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিহিত রয়েছে। এর মূলে রয়েছে, মজবুত আর্থিক নীতি এবং সুস্থায়ী কাঠামোগত ও প্রশাসনিক সংস্কার, যার মধ্যে রয়েছে শ্রমবাজার সংস্কার, ভূমি রেকর্ডের আধুনিকীকরণ, কর সংস্কার, রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের সংস্কার। ফলস্বরূপ, বিশ্বজুড়ে প্রতিকূলতা সত্ত্বেও, ভারত দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে।
২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে গড়ে ৭ শতাংশেরও বেশি জিডিপি বৃদ্ধি পেয়েছে (কোভিড বছর বাদে)। বিশ্বব্যাপী নেতিবাচক পরিবেশে, ৭-৮% অগ্রগতি বজায় রাখার জন্য গড় অভ্যন্তরীণ উৎপাদনের ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
এই লক্ষ্যে, নিয়ন্ত্রণমুক্তকরণ এবং এমএসএমই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এছাড়া মহিলা শ্রমশক্তির অংশগ্রহণ বৃদ্ধি; কর্মীবাহিনীকে দক্ষ করে তোলা; এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করার জন্য ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা প্রয়োজন।
কেন্দ্র-রাজ্যের সমন্বয় এবং বেসরকারি বিনিয়োগ টানতে এবং অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্ভাব্য ঝুঁকি কমানো এবং সুযোগকে কাজে লাগানোর জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করেছে সরকার, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ সক্ষমতাকে মজবুত করা, রপ্তানি বৃদ্ধি করা, সরবরাহ শৃঙ্খলকে বৈচিত্র্যময় করা, বিকল্প আমদানি উৎস অনুসন্ধান করা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে শক্তিশালী করা।
ব্যবসায়ীদের সুবিধার্থে এবং অবাধ বাণিজ্য চুক্তির ব্যবহার বাড়াতে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভারতের বাণিজ্যকে মজবুত করতে ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে বিদেশ বাণিজ্য নীতি। বিদেশের মাটিতে ভারতের বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি এবং বিনিয়োগে টানতে ভারতীয় দূতাবাসগুলি অতি সক্রিয় ভূমিকা পালন করছে।
কর্মক্ষম মানুষের সংখ্যা ২০১১ সালের ৭৩৫ মিলিয়ন থেকে বেড়ে ২০৩৬ সালে ৯৮৮.৫ মিলিয়নে পৌঁছবে বলে মনে করা হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ভারতকে শক্তিশালী করতে হবে, একই সাথে শ্রম-নিবিড় খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের কর্মশক্তির অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। মিশন শক্তি, নমো ড্রোন দিদি এবং লাখপতি দিদির মতো কর্মসূচির লক্ষ্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি।
আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত); পরিকল্পনা মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং এই তথ্য জানিয়েছেন।
SC/MP/DM
(Release ID: 2152670)