কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম কিষাণ সম্মান নিধি পোর্টাল

Posted On: 05 AUG 2025 4:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫ 

 

আবাদযোগ্য জমির মালিকানা রয়েছে, এমন কৃষকদের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ প্রকল্প চালু করেছে। এর আওতায় প্রতি বছর তিনটি কিস্তিতে প্রাপকদের আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৬ হাজার টাকা করে পাঠানো হয়। যেসব কৃষকের আয়ের পরিমাণ বেশি, তাঁদের একটি অংশকে শর্তসাপেক্ষে এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পে ২০টি কিস্তিতে ৩.৯ লক্ষ কোটি টাকারও বেশি পাঠানো হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 
প্রকল্পে কৃষকদের নথিভুক্তিকরণের কাজ এখনও চলছে। পিএম কিষাণ পোর্টাল, পিএম কিষাণ অ্যাপ অথবা সাধারণ পরিষেবা কেন্দ্রের মাধ্যমে কৃষকরা এই প্রকল্পে নিবন্ধিত হতে পারেন। যাচাই প্রক্রিয়ার পর জমা পড়া আবেদনগুলিতে অনুমোদন দেয় সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন। 
যোগ্য প্রাপকদের একজনও যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথ ভিত্তিতে প্রায়শই সম্পৃক্তি কর্মসূচির আয়োজন করে কেন্দ্র। ২০২৩ সালের ১৫ নভেম্বর তারিখে বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় এ ধরনের একটি দেশব্যাপী অভিযান শুরু হয়। ঐ সময়ে পিএম কিষাণ – এর আওতায় আসেন আরও ১ কোটি কৃষক। তৃতীয় মোদী সরকারের ১০০ দিন উপলক্ষ্যে বিশেষ কর্মসূচির মাধ্যমে আরও প্রায় ২৫ লক্ষ কৃষককে পিএম কিষাণ – এর আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে চালু হওয়া বকেয়া স্বনিবন্ধনের কাজ সম্পন্ন করার কর্মসূচিতে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ৩০ লক্ষ আবেদনে অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর। 

 

SC/AC/SB


(Release ID: 2152627)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi