মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
অতিমারী তহবিল প্রকল্প
Posted On:
05 AUG 2025 2:55PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫
জি-২০ অতিমারী তহবিল প্রকল্পের আওতায় ২০২৪ সালের ২৫ অক্টোবর পশুপালন ও দুগ্ধ উৎপাদন দপ্তর “অতিমারীজনিত পরিস্থিতিতে প্রাণী স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি” চালু করেছে।
এর লক্ষ্য – গৃহপালিত ও বন্য পশুর থেকে মানবদেহে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।
সেজন্য পরীক্ষাগার ব্যবস্থাপনার প্রসার, নজরদারি জোরদার করা, মানবসম্পদ বিকাশ, তথ্য আদান-প্রদান জোরদার করা এবং জাতীয় ও আঞ্চলিক স্তরে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করায় উদ্যোগ নেওয়া হয়েছে।
জি-২০ অতিমারী তহবিল থেকে এই প্রকল্প বাবদ ২৫০ লক্ষ ডলার অনুদান পাওয়া গেছে। এই অর্থ এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং বিশ্ব ব্যাঙ্ক মারফৎ।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন মৎস্যচাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল।
SC/AC/SB
(Release ID: 2152552)