দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
পিএমকেভিওয়াই প্রকল্পে অগ্রগতি
Posted On:
04 AUG 2025 5:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ আগস্ট, ২০২৫
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই), জন-শিক্ষণ সংস্থান (জেএসএস) সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারত সরকার স্কিল ইন্ডিয়া মিশনে দক্ষতা ও উন্নত প্রশিক্ষণ প্রদান করে থাকে। এই মিশনের লক্ষ্য হল, তরুণদের শিল্পের উপযোগী দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা। পিএমকেভিওয়াই প্রকল্পে ২০১৫-১৬ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ১,৬৪,০৭,২৬৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক চাকরির উপযোগী বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে।
পিএমকেভিওয়াই প্রকল্পে প্রার্থীদের আধার কার্ডের মাধ্যমে নথিভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে আধার-ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা বাধ্যতামূলক। সরকারি শর্তাবলী না মানলে বা কোনও অনৈতিক কাজে জড়িত থাকলে প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি ছ’মাসের জন্য বাতিল করা হতে পারে কিংবা ঐ কেন্দ্রকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।
শিল্প প্রশিক্ষণ সংস্থাগুলি (আইটিআই) সংশ্লিষ্ট রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে। এই আইটিআই-গুলির দৈনন্দিন কাজকর্মের ওপর নজরদারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাজ্য সরকারের ডায়রেক্টরেটগুলি।
প্রার্থীদের উপস্থিতি, শংসাপত্র প্রদান, চাকরির সংস্থান প্রভৃতির মতো সুনির্দিষ্ট কিছু শর্তাবলীর ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে অর্থ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ কেন্দ্রগুলির ট্রেনিং সম্পর্কে জানার জন্য বিভিন্ন সময়ে প্রার্থীদের মোবাইলে ফোনও করা হয়। সরকারি নিয়মনীতি না মানলে জরিমানারও ব্যবস্থা রয়েছে।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ (এমএসবিই) প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী জয়ন্ত চৌধারি।
SC/MP/DM
(Release ID: 2152538)