পর্যটনমন্ত্রক
পর্যটনের প্রসারের লক্ষ্যে সমাজ মাধ্যম প্রভাবীদের কাজে লাগাচ্ছে সরকার
Posted On:
04 AUG 2025 5:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫
দেশের পর্যটন স্থলগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে এবং এ সংক্রান্ত পরিষেবার প্রসারে সামাজিক মাধ্যমে নিয়মিত-ভিত্তিতে প্রচার চালাচ্ছে সরকার। এক্ষেত্রে সমাজ মাধ্যম প্রভাবীদের সহায়তা নেওয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র, সেখানকার আঞ্চলিক বৈশিষ্ট্যসম্পন্ন পণ্য এবং নানাধরনের অনুষ্ঠান সম্পর্কে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষকে বিশদে অবহিত করা হচ্ছে।
লোক্সভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত।
SC/AC/SB
(Release ID: 2152452)