প্রতিরক্ষামন্ত্রক
তিনটি শীর্ষস্থানীয় জাতীয় পর্বতারোহণ প্রতিষ্ঠানের যৌথ অভিযান দল প্যাংগং সো অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ সফলভাবে জয় করেছে
Posted On:
04 AUG 2025 5:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫
তিনটি শীর্ষস্থানীয় জাতীয় পর্বতারোহণ প্রতিষ্ঠানের একটি যৌথ অভিযান দল সফলভাবে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল প্যাংগং সো অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মেরাগ-III (৬,৪৮০ মিটার) এবং মাউন্ট কাংজু কাংরি (৬.৭১০ মিটার) আরোহণ করেছে। জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস ( জে আই এম অ্যাণ্ড ডব্লিউ এস) পহলগাম; নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এন আই এম ) উত্তরকাশী এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচ এম আই ) দার্জিলিংয়ের প্রশিক্ষকদের সমন্বয়ে এই যৌথ অভিযান দলটি গঠিত হয়েছিল।
অভিযানটি ২৪শে জুলাই, ২০২৫ তারিখে সোনমার্গ থেকে শুরু হয়। এর নেতৃত্ত্বে ছিলেন জে আই এম অ্যাণ্ড ডব্লিউ এস পহলগাম- এর অধ্যক্ষ কর্নেল হেম চন্দ্র সিং ।
চরম আবহাওয়া এবং উচ্চতার চ্যালেঞ্জের মধ্যেও অনুকরণীয় সাহস, এবং দলগত কাজকর্ম প্রদর্শন করে, দলটি ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে একটি মানদণ্ড প্রতিষ্ঠা করেছে। এই যুগান্তকারী সাফল্য কেবল আমাদের দেশের পর্বতারোহীদের অদম্য মনোভাব এবং ধৈর্যকেই প্রতিফলিত করে তা নয় বরং অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং উচ্চতা সংক্রান্ত অভিযানে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার বিশেষ প্রমাণ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে ।
SC/PM/SB
(Release ID: 2152375)