পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্ন : এক দেশ এক লক্ষ্য – প্লাস্টিক দূষণের অবসান

Posted On: 04 AUG 2025 4:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫ 

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ৫ জুন, ২০২৫ তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে। এবারের শ্লোগান ছিল ‘এক দেশ এক লক্ষ্য : প্লাস্টিক দূষণ বন্ধ করুন’। বিশ্ব পরিবেশ দিবসের আগে একমাসব্যাপী প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে ৬৯ হাজার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যাতে প্রায় ২১ লক্ষ মানুষ অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের আওতায় বট বৃক্ষ রোপণ করেন। আরাবল্লি গ্রিন ওয়াল প্রকল্পের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হয়েছিল। আরাবল্লি গ্রিন ওয়াল প্রকল্পের লক্ষ্য হ’ল – আরাবল্লি পর্বতমালার ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে বনায়ন করা। 
৫ জুন থেকে ৩১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত জাতীয় প্লাস্টিক দূষণ হ্রাস অভিযান চালু করা হয়েছে। এই অভিযানের সময়ে, বিশেষ করে সরকারি অফিসগুলিতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার হ্রাস করার উপর জোর দেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবেশগত বিকল্পগুলি নিয়ে হ্যাকাথন এবং প্লাস্টিক দূষণ বন্ধ করা নিয়ে কবিতা ও শ্লোগান লেখার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক ২০২১ সালের ১২ অগাস্ট প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী আইন, ২০২১ জারি করে। এর আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করা হয়েছে। এসইউপি কমপ্লায়েন্স মনিটরিং পোর্টালে পাওয়া বিবরণ অনুযায়ী, এখনও পর্যন্ত ১ হাজার ৯৮৫ টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১৯ কোটি ৮২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং। 

 

 

SC/PM/SB…


(Release ID: 2152372)
Read this release in: English , Urdu , Hindi , Tamil