যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

লেহ শহর এবং লেহ থেকে নুব্রা ভ্যালি, নুব্রা ভ্যালি থেকে প্যাংগং, প্যাংগং থেকে লেহ পর্যন্ত সড়কপথে নেটওয়ার্কের মান মূল্যায়ন করল টিআরএআই

प्रविष्टि तिथि: 04 AUG 2025 12:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৫ 

 

ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (টিআরএআই) চলতি বছরের জুন মাসে জম্মু ও কাশ্মীরে লাইন্সেস প্রাপ্ত পরিষেবা ক্ষেত্রের জন্য তাদের আইডিটি ফলাফল প্রকাশ করেছে। টিআরএআই – এর আঞ্চলিক কার্যালয় দিল্লির পরিচালনাধীন। ড্রাইভ টেস্ট-গুলি ব্যবহারের পরিবেশ, শহরাঞ্চল, প্রতিষ্ঠানের হটস্পট, পাবলিক ট্রান্সপোর্ট হাব এবং উচ্চগতির করিডর জুড়ে বিশ্বের মোবাইল নেটওয়ার্ক কর্মক্ষমতা যাচাইয়ের জন্য নকশা করা হয়েছিল। 
১০ জুন, ২০২৫ তারিখ থেকে ১২ জুন, ২০২৫ পর্যন্ত এই সময়কালে টিআরএআই – এর দল বিভিন্ন এলাকায় বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। ২-জি, ৩-জি, ৪-জি এবং ৫-জি পরিষেবা গ্রহণকারীদের হ্যান্ডসেট – এ নেটওয়ার্কের ক্ষমতা পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। এর ফলাফল সংশ্লিষ্ট টিএসপি-কে জানানো হয়েছে। 
ভয়েস পরিষেবা, ডেটা পরিষেবা, কল সেটআপ, ড্রপ কল রেট, সিএসএসআর ইত্যাদি বিষয়গুলি বিশেষভাবে মূল্যায়ন করা হয়। কল সেটআপ – এর ক্ষেত্রে সাফল্য এয়ারটেল, বিএসএনএল এবং আরজেআইএল অর্জন করেছে। 
লেহ থেকে নুব্রা ভ্যালি হাইওয়ে করিডর, নুব্রা ভ্যালি থেকে প্যাংগং এবং প্যাংগং থেকে লেহ – এই পথে উচ্চগতির যানবাহনে মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা কেমন হয়, তাও পরীক্ষা করে দেখা হয়। এই পরীক্ষাগুলি টিআরএআই - এর প্রস্তাবিত সরঞ্জাম ব্যবহার করে বাস্তব সময়ে পরিচালিত হয়েছিল। এ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদনটি টিআরএআই – এর www.trai.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে। যে কোনও তথ্য জানতে শ্রী বিবেক খারে, উপদেষ্টা (আঞ্চলিক কার্যালয়, দিল্লি) টিআরএআই – এর সঙ্গে ই-মেল - adv.ca@trai.gov.in অথবা এই টেলিফোন নম্বরে +91-11-20907772 যোগাযোগ করা যাবে।

 

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2152105)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Manipuri , Urdu , Hindi