প্রতিরক্ষামন্ত্রক
দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামুদ্রিক বাণিজ্য সহযোগিতাকে শক্তিশালী করার উদ্দেশ্যে ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ ফিলিপিন্সের ম্যানিলা সফর করেছে
Posted On:
01 AUG 2025 3:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৫
ভারতীয় নৌ-বাহিনী দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফর করছে। এই সফরের অঙ্গ হিসেবে নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের তিনটি জাহাজ আইএনএস দিল্লি, শক্তি ও কিলতান ফিলিপিন্সের ম্যানিলা পৌঁছেছে। ইস্টার্ন ফ্লিটের কম্যান্ডিং ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল সুশীল মেনন এই সফরের নেতৃত্ব দিচ্ছেন।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌ-বাহিনীর অংশীদারিত্ব বৃদ্ধি করতে এই উদ্যোগ। এছাড়াও, ভারত ও ফিলিপিন্সের মধ্যে ক্রমবর্ধমান সামুদ্রিক বাণিজ্যের আবহে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিপিন্সের নৌ-বাহিনীর সদস্যরা ভারতীয় জাহাজগুলিকে উষ্ণ অভ্যর্থনা জানান। রিয়ার অ্যাডমিরাল সুশীল মেনন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সমুদ্রপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুটি দেশের অভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন। সফরকালে দুই দেশের নৌ-বাহিনীর সদস্যরা পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা এর ফলে বৃদ্ধি পাবে এবং যে কোনো সঙ্কটের মোকাবিলায় একে অন্যকে সহযোগিতা করবে।
SC/CB/DM..
(Release ID: 2151443)