পরিবেশওঅরণ্যমন্ত্রক
সংসদের প্রশ্নোত্তর: প্লাস্টিক দূষণ মুক্তির লক্ষ্যে ‘এক দেশ এক অভিযান’
Posted On:
31 JUL 2025 4:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৫
ভারত মণ্ডপম – এ ৫ জুন, ২০২৫ তারিখে বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ মুক্তির লক্ষ্যে ‘এক দেশ এক অভিযান’ শ্লোগানকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। এর আগে দেশ জুড়ে পরিবেশ রক্ষার প্রায় ৬৯ হাজার কর্মসূচিতে সামিল হন ২১ লক্ষ মানুষ।
৫ জুনের অনুষ্ঠানে শিল্প মহল, নাগরিক সমাজ, শিক্ষার্থী সহ কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারগুলির প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন।
ঐ দিন ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের আওতায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য আরাবল্লি এলাকায় ৭০০ কিলোমিটার অঞ্চল জুড়ে অরণ্য আচ্ছাদন ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী দিল্লি সরকারের পরিবেশ-বান্ধব পরিবহণ কর্মসূচির আওতায় ২০০টি বৈদ্যুতিক বাসের যাত্রারও সূচনা করেন।
৫ জুন থেকে ৩১ অক্টোবর জাতীয় প্লাস্টিক দূষণ রোধ কর্মসূচি চলছে পুরোদমে। বিশেষ লক্ষ্য দেওয়া হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ অঞ্চল এবং স্বচ্ছতা কর্মসূচির উপর। বিশেষ প্রচারাভিযান ৫.০’র আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে – একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্ত খোঁজার হ্যাকাথন এবং পথনাটিকা।
২০২৪ সালের ১৪ মার্চ জারি হওয়া প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা (সংশোধনী) বিধি অনুযায়ী, পুরসভা এবং পঞ্চায়েতগুলির পক্ষ থেকে প্রতি বছর ৩০ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন অনলাইনে পেশ হওয়ার কথা। এ বছর ৫ জুন সূচনা হয়েছে জাতীয় প্লাস্টিক বর্জ্য সংক্রান্ত তথ্যাদি প্রদান পোর্টালের।
২০২১ সালেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে সুনির্দিষ্ট বিধি জারি হয়। এটি কার্যকর হয় ২০২২ সালের ১ জুলাই থেকে। বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ শাখার দেওয়া তথ্যানুযায়ী, ঐ বিধি কার্যকর করতে ৮,৬১,৭৪০টি অভিযান চালানো হয়েছে এবং ১,৯৮৫ টন প্লাস্টিক উদ্ধার হয়েছে। বিধি অমান্য করায় সংগৃহীত জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৮২ কোটি টাকায়।
প্লাস্টিক ব্যবহার সংক্রান্ত কেন্দ্রীয় ইপিআর পোর্টালে নিবন্ধিত ৫১ হাজার উৎপাদক ও আমদানীকারক সংস্থা এবং প্রায় ২ হাজার ৬০০ প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ সংস্থা। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি উৎপাদকদের দায়বদ্ধতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর, ১৫৭ লক্ষ টন প্লাস্টিক বর্জ্যের প্রক্রিয়াকরণ হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।
SC/AC/SB…
(Release ID: 2151442)