বস্ত্রমন্ত্রক
২০২৫ – এ ভারতে বস্ত্র ও বয়ন শিল্পের প্রসার
Posted On:
01 AUG 2025 2:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ অগাস্ট, ২০২৫
ভারত বস্ত্র বয়ন ক্ষেত্রে ভারতের রপ্তানী ২০২৪-২৫ অর্থবর্ষে ৫ শতাংশ বেড়েছে। ২০২৩-২৪ এর ৩৫ হাজার ৮৭৪ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ এ তা দাঁড়ায় ৩৭ হাজার ৭৫৪ মিলিয়ন ডলারে।
বস্ত্র শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসারে সরকার পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় বস্ত্র শিল্পের আন্তর্জাতিক মানসম্পন্ন পরিকাঠামো তৈরির লক্ষ্যে সমন্বিত টেক্সটাইল পার্ক প্রকল্পের সূচনা করে। এই প্রকল্পটিকে বর্তমানে টেক্সটাইল ক্লাস্টার ডেভেলপমেন্ট স্কিমের আওতায় নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গে ২টি টেক্সটাইল পার্ক গড়ে তোলার লক্ষ্যে মঞ্জুর হয়েছে ৫৬.৮৫ কোটি টাকা।
এছাড়াও, সরকার তামিলনাডু, তেলঙ্গনা, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রে ৭টি পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন অ্যান্ড অ্যাপারেল অঞ্চল বা পিএম-মিত্র পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭-২৮ অর্থবর্ষ পর্যন্ত এ বাবদ ৪,৪৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গেরিটা।
SC/AC/SB
(Release ID: 2151431)