মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

নির্ভুল এবং বিশ্বব্যাপী ডেটা ব্যবহারের মাধ্যমে পৃথিবী নিয়ে পর্যবেক্ষণে বিপ্লব আনবে এনআইএসএআর

Posted On: 30 JUL 2025 7:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৫

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ভূ-বিজ্ঞান এবং প্রধানমন্ত্রীর দপ্তর, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, কর্মী ও জন-অভিযোগ এবং পেনশন বিভাগের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এনআইএসএআর উপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরো এবং নাসার বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। 

ডঃ জিতেন্দ্র সিং সিএসআইআর অডিটোরিয়ামে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ঐতিহাসিক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। তাঁর সঙ্গে ছিলেন ইসরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা। ডঃ জিতেন্দ্র সিং জিএসএলভি-এফ১৬ রকেটে করে স্যাটেলাইটটির ত্রুটিহীন উৎক্ষেপণের প্রশংসা করেন। 

ডঃ জিতেন্দ্র সিং বলেন, ভারত ও আমেরিকার বৈজ্ঞানিক সহযোগিতায় এই এনআইএসএআর বিশেষ গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি উপগ্রহ নয়, বিশ্বের সঙ্গে ভারতীয় বিজ্ঞানের একসঙ্গে কাজ করার অন্যতম উদাহরণ।

জিএসএলভি-এফ১৬-এর মাধ্যমে উৎক্ষেপণ করা এই এনআইএসএআর সফলভাবে সূর্য ও এ ধরনের মেরু কক্ষপথে স্থাপন হয়েছে।

নাসা ও ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার- এনআইএসএআর হল বিশ্বের প্রথম পৃথিবীকে পর্যবেক্ষণ করা উপগ্রহ। এটি পৃথিবীর ভূমি এবং বরফ স্তরের উচ্চক্ষমতাসম্পন্ন ছবি পাঠাবে। এছাড়া সব ধরণের আবহাওয়ার ছবিও পাঠাবে। 

বিপর্যয় মোকাবিলা, জলবায়ু পর্যবেক্ষণ, হিমবাহ সম্পর্কে নজরদারি এবং কৃষিতে এনআইএসএআর-এর প্রয়োগ বিশেষ ভূমিকা পালন করবে। 

ডঃ জিতেন্দ্র সিং বলেন, এনআইএসএআর থেকে প্রাপ্ত তথ্য জাহাজ চলাচলের পথ, বিমান পরিবহণ ব্যবস্থা এবং জাতীয় পরিকাঠামো পরিকল্পনায় বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

২৩৯৩ কেজি ওজনের এই উপগ্রহটি ৫ বছর কাজ করবে। বিশ্বব্যাপী জলবায়ু বিজ্ঞান, ভূমিকম্প ও আগ্নেয়গিরির পর্যবেক্ষণ, বন মানচিত্র এবং সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। ১.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যয় করে এই মিশনটি বাস্তবায়িত করা হয়েছে। ইসরো এবং নাসা উভয়েই এতে অর্থ ব্যয় করেছে। 

ডঃ জিতেন্দ্র সিং তাঁর বক্তব্যের শেষে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারতের মহাকাশ কর্মসূচি ক্রমশ এগিয়ে চলেছে। ভারত অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করছে। 

 


SC/PM/NS


(Release ID: 2150599)