ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

টায়ার-২ শহরগুলিতে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন

Posted On: 29 JUL 2025 4:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৫

 

বৈদ্যুতিক যানবাহনে চার্জিং স্টেশন স্থাপনে কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না। বেসরকারি উদ্যোক্তারাও এই চার্জিং স্টেশন স্থাপন করতে পারে। তামিলনাড়ু রাজ্যের টায়ার-২ শহরগুলি সহ সমগ্র দেশে বৈদ্যুতিক যানবাহনের জন্য জনসাধারণের চার্জিং স্টেশন (ইভি পিসিএস) স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ই-ড্রাইভ প্রকল্পের আওতায় ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

চলতি বছরের পয়লা এপ্রিল পর্যন্ত টায়ার-২ শহরগুলি মোট ৪,৬২৫টি বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন চালু হয়েছে। এই ধরনের চার্জিং স্টেশন স্থাপনের চাহিদা ক্রমশই বাড়ছে। 

বেসরকারি সংস্থা এবং তেল বিপণন সংস্থাগুলিকে বৈদ্যুতিক যানবাহনের চার্জিং পরিকাঠামো স্থাপনে উৎসাহ যোগাতে আর্থিক বা নীতিগত সাহায্য করা হয়েছে। ভারী শিল্পমন্ত্রক এফএএমই-II প্রকল্পের আওতায় আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল-এর অধীনে ৮,৯৩২টি ইভিপিসিএস স্থাপনের জন্য ৮৭৩.৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। বেসরকারি উদ্যোক্তারা যাতে এ ধরনের চার্জিং স্টেশন স্থাপন করতে পারে তার জন্য কেন্দ্রিয় বিদ্যুৎ মন্ত্রক ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর এক নির্দেশিকা জারি করে। 

লোকসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন ভারী শিল্প প্রতিমন্ত্রী শ্রী ভূপতিরাজু শ্রীনিবাস ভার্মা।

 

SC/SS/NS….  


(Release ID: 2150140)
Read this release in: English , Urdu , Hindi