আয়ুষ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর সঙ্গে চুক্তি, শিক্ষাগত সহযোগিতা এবং রপ্তানি বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণের মাধ্যমে আয়ুষ মন্ত্রক ভারতীয় ঐতিহ্যবাহী ওষুধের প্রচার করছে
Posted On:
29 JUL 2025 5:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৫
আয়ুষ মন্ত্রক বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী ওষুধের বিষয়ে প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রক আয়ুষ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প তৈরি করেছে। এর আওতায় আয়ুষ মন্ত্রক ভারতীয় আয়ুষ সংক্রান্ত ওষুধ প্রস্তুতকারক/আয়ুষ পরিষেবা প্রদানকারীদের রপ্তানি বৃদ্ধিতে সাহায্য ও আয়ুষ চিকিৎসা পদ্ধতির বিষয়ে আন্তর্জাতিক স্তরে প্রচার করে থাকে। এমনকি এই ক্ষেত্রে উন্নয়ন ও স্বীকৃতিদানে সহায়তা করে, আন্তর্জাতিক পর্যায়ে আয়ুষ ক্ষেত্রের বাজার উন্নয়নে সাহায্য করে এবং বিশ্ব পর্যায়ে আয়ুষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এ বিষয়ে প্রচার জোরদার করার জন্য প্রশিক্ষণ, কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষাবিদ ও গবেষণাকে উৎসাহ জুগিয়ে থাকে।
গুজরাটের জামনগরে হু-জিটিএমসি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য হু-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই কেন্দ্রের লক্ষ্য হল, হু-র ঐতিহ্যবাহী চিকিৎসা কৌশল বাস্তবায়নে সাহায্য করা। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঐতিহ্যবাহী ও পরিপূরক ওষুধের ওপর জোর দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৪ মে আয়ুষ মন্ত্রক এবং হু-র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও আয়ুষ মন্ত্রক ২৫টি দেশের সঙ্গে ঐতিহ্যবাহী চিকিৎসা ও হোমিওপ্যাথি ক্ষেত্রে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষরিত করেছে। বিদেশে আয়ুষ অ্যাকাডেমিক চেয়ার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে ১৫টি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। সহযোগিতামূলক গবেষণা/শিক্ষাগত সহযোগিতার জন্য বিদেশী প্রতিষ্ঠানগুলির সঙ্গে ৫২টি প্রতিষ্ঠান পর্যায়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এমনকি বিশ্বব্যাপি আয়ুষের প্রচার ও প্রসারের জন্য ৩৯টি দেশে ৪৩টি আয়ুষ ইনফরমেশন সেল প্রতিষ্ঠায় সাহায্য করা হয়েছে। এছাড়াও আয়ুষ মন্ত্রক ভারতে স্বীকৃত আয়ুষ প্রতিষ্ঠানগুলিতে বিদেশীদের পড়ার জন্য বৃত্তি প্রদান করে থাকে। বিগত দু বছরে আয়ুষ ক্ষেত্রে মালয়েশিয়া এবং অ্যাঙ্গোলার সঙ্গে ভারত সরকার চুক্তি স্বাক্ষরিত করেছে। এছাড়াও ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের মধ্যে পেরু, থাইল্যান্ড, ব্রাজিল, আমেরিকা, চেক রিপাবলিক, ইরান, ইন্দোনেশিয়া এবং ঘানার সঙ্গে ভারত প্রাতিষ্ঠানিক পর্যায়ে সমঝোতাপত্র স্বাক্ষরিত করেছে।
রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাদব।
SC/SS/NS…
(Release ID: 2150135)