অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ডিজিটাল লেনদেনের চালচিত্র : বিগত ছ’বছরে আদানপ্রদানের পরিমাণ ১২ হাজার লক্ষ কোটি টাকা

Posted On: 28 JUL 2025 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই ২০২৫

 

ছোট ও প্রান্তিক জনপদ সহ দেশের প্রতিটি এলাকায় ডিজিটাল লেনদেনের প্রবণতা বাড়াতে সরকার রিজার্ভ ব্যাঙ্ক, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন ফিনটেক, ব্যাঙ্ক এবং রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। ডিজিটাল আর্থিক লেনদেনের পরিকাঠামোর প্রসারে রিজার্ভ ব্যাঙ্ক ২০২১-এ পেমেন্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছে। বিশেষভাবে লক্ষ্য দেওয়া হচ্ছে উত্তর-পূর্বাঞ্চল এবং জম্মু-কাশ্মীরের ডিজিটাল লেনদেনের প্রসারে। পেমেন্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় ২০২৫-এর ৩১ মে পর্যন্ত প্রায় ৪.৭৭ কোটি ডিজিটাল লেনদেনের স্পর্শবিন্দু তৈরি হয়েছে। বিগত ছ’টি অর্থবর্ষে, অর্থাৎ ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ পর্যন্ত সময়কালে ডিজিটাল আর্থিক লেনদেনের প্রসার ঘটেছে অনেকটাই। এই সময়ে ৬৫ হাজার কোটি ডিজিটাল লেনদেন হয়েছে। এই মাধ্যমে ১২ হাজার লক্ষ কোটি টাকা আদানপ্রদান হয়েছে বিগত ৬ বছরে।

সারা দেশে ডিজিটাল লেনদেনের প্রসারে কাজ কতটা এগোচ্ছে, তা পরিমাপের জন্য রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল লেনদেন সূচক (আরবিআই-ডিপিআই)-এর সূচনা করেছে। ২০১৮-র মার্চ মাস ভিত্তি ধরলে ২০২৪-এর সেপ্টেম্বরে এই সূচক দাঁড়িয়েছে ৪৬৫.৩৩-এ। 

ক্ষুদ্র ব্যবসায়ীরাও যাতে ডিজিটাল লেনদেনে উৎসাহী হয়ে ওঠেন, তা নিশ্চিত করতে সরকার, রিজার্ভ ব্যাঙ্ক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই ধারাবাহিক উদ্যোগ নিয়ে চলেছে। কম মূল্যের ভীম-ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বিশেষ উৎসাহদান প্রকল্প চালু করা হয়েছে। ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ছোট ব্যবসায়ীদের। 

ডিজিটাল লেনদেন আর্থিক পরিষেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়েছে। সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা এতে উপকৃত হচ্ছেন অনেকটাই। এই লেনদেন ক্ষেত্রে সঞ্চিত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক স্থিতি কতটা, তা বুঝে যাওয়া যায় খুব সহজেই। এই বিষয়টি ঋণদানের কাজ সহজ করে দেয়। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধারি। 

 

SC/AC/DM


(Release ID: 2149629)