পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ঘরোয়া পর্যটনের প্রসার

प्रविष्टि तिथि: 28 JUL 2025 3:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুলাই, ২০২৫

 

পর্যটন মন্ত্রক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পর্যটনস্থল এবং পণ্যের প্রসার ঘটিয়ে থাকে প্রচারাভিযান, মেলা এবং উৎসব আয়োজন করার জন্য রাজ্য সরকারগুলিকে আর্থিক সহায়তা, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে। 

মন্ত্রক বিভিন্ন কর্মসূচিতে পর্যটন সংক্রান্ত পরিকাঠামো ও উন্নয়নের প্রসারে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে আর্থিক সহায়তা দেয়। গত ৩ অর্থ বছরে স্বদেশ দর্শন ২.০, পিআরএএসএইচএডি ইত্যাদি বিভিন্ন পর্যটন পরিকাঠামো কর্মসূচিতে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অর্থ দেওয়া হয়েছে।

লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 

 


SC/AP/NS…


(रिलीज़ आईडी: 2149377) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil