মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
সিইটিএ-র ফলে ব্রিটেনে রপ্তানির পরিমাণ ৭০% বৃদ্ধির পাশাপাশি ভারতের সামুদ্রিক খাবার শিল্প নতুন উচ্চতায়
प्रविष्टि तिथि:
26 JUL 2025 1:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০২৫
২৪ জুলাই, ২০২৫ তারিখে ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) স্বাক্ষরের মাধ্যমে ভারত এবং ব্রিটেনের অর্থনৈতিক সম্পর্ক এক গুরুত্বপূর্ণ উচ্চতায় পৌঁছল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর উপস্থিতিতে ভারতের বাণিজ্য ও উদ্যোগ মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ও ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনাল্ডস আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করেন।
সিইটিএ ৯৯% শূন্য শুল্ক সুবিধা প্রদান করে। এটি উল্লেখযোগ্যভাবে সামুদ্রিক খাবারের ওপর আমদানি শুল্ক অপসারণ করে। এর ফলে যুক্তরাজ্যের বাজারে ভারতীয় রপ্তানিকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ায়। চিংড়ি, হিমায়িত মাছ, বস্ত্র, চামড়া, রত্ন ও অলঙ্কারের মতো খাতে ভারতের উপস্থিতি বাড়াতে সাহায্য করবে।
বর্তমানে ব্রিটেনে ভারতের রপ্তানি করা প্রধান সামুদ্রিক খাবারের মধ্যে রয়েছে ভেনামী চিংড়ি, লবস্টার, ব্ল্যাক টাইগার চিংড়ি ইত্যাদি।
চিংড়ি, টুনা, কাঁকড়া, হিমায়িত পমফ্রেট, গলদা চিংড়ি, প্রবাল, কড়ি, মাছের তেল, সামুদ্রিক খাবার, মাছের খাবার, মাছ ধরার সরঞ্জাম এই সামগ্রীতে আগে ০% থেকে ২১.৫% পর্যন্ত শুল্ক ছিল। বর্তমানে তা প্রত্যাহার করা হয়েছে। ২০২৪-২৫ সালে ভারতে মোট সামুদ্রিক খাবার রপ্তানির পরিমাণ ৬০ কোটি ৫২৩ লক্ষে পৌঁছেছে। ব্রিটেনের সামুদ্রিক খাবার রপ্তানির মূল্য ৮৭৯ কোটি টাকা।
মৎস্য ক্ষেত্র ভারতের ২৮ মিলিয়ন মানুষের জীবিকা নির্বাহ করে এবং সমগ্র বিশ্বে মৎস্য উৎপাদনের প্রায় ৮% ভারতে উৎপাদিত হয়। ২০১৪-১৫ সালে ভারতের সামুদ্রিক খাবার রপ্তানির পরিমাণ ছিল ১০.৫১ লক্ষ মেট্রিক টন। ২০২৪-২৫ সালে তা প্রায় ৬০% বেড়ে হয়েছে ১৬.৮৫ লক্ষ মেট্রিক টন।
ভারত-ব্রিটেন সিইটিএ ভারতের মৎস্য ক্ষেত্রের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের জীবিকা বৃদ্ধি ও শিল্পের রাজস্ব বৃদ্ধি পাবে।
ভারতে সামুদ্রিক খাবার এখন ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশগুলির সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করতে পারবে। ভারতের বিশাল উৎপাদন ক্ষমতা, দক্ষ জনবল এবং উন্নত ব্যবস্থাপনা সিইটিএ ভারতীয় রপ্তানিকারকদের ব্রিটেনের বাজারের একটি বৃহৎ অংশ দখল করতে সাহায্য করবে।
SC/PM/NS…
(रिलीज़ आईडी: 2148965)
आगंतुक पटल : 13