যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
ডাক বিভাগ ও এনপিসিআই আন্তর্জাতিক পেমেন্টস লিমিটেড ভারতের বাইরে থেকে আসা অর্থ স্থানান্তর ব্যবস্থা উন্নত করতে সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে
प्रविष्टि तिथि:
24 JUL 2025 7:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ জুলাই, ২০২৫
যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ এবং জাতীয় পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপিসিআই একটি নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষর করেছে। এর লক্ষ্য, ভারতে আসা অর্থ প্রবাহ ব্যবস্থাকে উন্নত করা। এর ফলে সমগ্র বিশ্বে প্রবাসী ভারতীয়দের জন্য একটি নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের রেমিট্যান্স চ্যানেল তৈরি হবে।
এই সহযোগিতা আন্তঃসীমান্ত পেমেন্টস পরিষেবার আধুনিকীকরণ করবে। ডাক বিভাগের নেটওয়ার্কের সঙ্গে ইউপিআই-কে একীভূত করায় সহজলভ্য বিকল্প পাওয়া যাবে। লেনদেন নিরাপদ হবে। রিয়েল টাইম ট্রান্সফার হওয়ায় মানুষ ঘরে বসেই উপকৃত হবেন।
ডাক বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ব বাণিজ্য বিভাগের শ্রী এল কে দাস বলেন, এই সহযোগিতা এনআরআই সহ সকল নাগরিককে বিশেষ পরিষেবা প্রদান করবে। অন্যদিকে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রিতেশ শুক্লা বলেন, ডাক বিভাগের সঙ্গে এই অংশীদারিত্ব আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ তৈরি করবে।
SC/PM/NS…
(रिलीज़ आईडी: 2148262)
आगंतुक पटल : 20