দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
মহিলা কলেজগুলিতে এআই সেন্টার
Posted On:
23 JUL 2025 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫
শিক্ষামন্ত্রকের অধীন বিধিবদ্ধ সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ডিমড বিশ্ববিদ্যালয় এবং একক প্রতিষ্ঠানে ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কারিগরী শিক্ষায় পাঠদানের অনুমোদন দিয়েছে। এআইসিটিই দেশে কারিগরী শিক্ষা গুণমানের তত্ত্বাবধান করে কারিগরী শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই)-এর প্রসার ঘটাতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে এমনকি কম্পিউটার ব্যতীত বিজ্ঞান শাখার জন্য ঐচ্ছিক এবং বাধ্যতামূলক এআই পাঠক্রমের প্রবর্তন করেছে এআইসিটিই।
শিক্ষকদের নতুন ধরনের প্রযুক্তি পড়ানোয় সক্ষম করে তুলতে এআই সংক্রান্ত উন্নয়ন কর্মসূচি এবং কর্মশালার সূচনা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রীদের যোগাযোগ নিবিড় করতে এআইসিটিই হ্যাকাথনের আয়োজন করে যাতে এআই সম্পর্কে সচেতনতা বাড়ে, উন্নতমানের পড়াশোনা হয় এবং হাতে-কলমে শিক্ষালাভ হয়। এআইসিটিই প্রগতি এবং সরস্বতীর মতো বৃত্তি দেয় মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রীদের।
এছাড়াও এমএসডিই ২০২৫-এর এপ্রিলে মহিলাদের জন্য এআই কেরিয়ারেরও সূচনা করেছে। এই কর্মসূচির লক্ষ্য দু’বছরে ৮,০০০ ছাত্রীকে প্রশিক্ষণ দান এবং তাদের জন্য আর্থিক সুবিধার ব্যবস্থা করা।
রাজ্যসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগপতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী।
SC/ AP /AG
(Release ID: 2147691)