নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

পালনা যোজনার আওতায় ১৪ হাজার ৫৯৯টি অঙ্গনওয়াড়ি ও ক্রেশ’কে অনুমোদন দিয়েছে মন্ত্রক

Posted On: 23 JUL 2025 5:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫ 

 

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশুদের ডে কেয়ারের সুবিধা ও সুরক্ষা প্রদানের জন্য পয়লা এপ্রিল, ২০২২ থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মিশন শক্তি’র আওতায় পালনা যোজনা চালু করেছে। 
নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের সুসংহত উদ্যোগের ফলে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। বর্তমানে বেশি সংখ্যক মহিলা কাজ করে আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছেন। ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়নের ফলে শহরে অভিবাসন বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দশকে অণু পরিবারের সংখ্যা বেড়েছে। কর্মজীবী মহিলাদের ডে কেয়ার পরিষেবা অত্যন্ত প্রয়োজন। শিশুদের যথাযথ গুণমানসম্পন্ন যত্ন ও সুরক্ষা প্রদানের ক্ষেত্রে এই ডে কেয়ারগুলির ভূমিকা বিশেষ। এই লক্ষ্যেই পালনা প্রকল্পের মাধ্যমে ডে কেয়ার ও ক্রেশ চালু করা হচ্ছে। এই কেন্দ্রগুলিতে শিশুরা নিরাপদ পরিবেশে সারাদিন অতিবাহিত করতে পারে। এগুলি চালু করার লক্ষ্য হ’ল – মহিলাদের কাজ করার সুযোগ বৃদ্ধি করা। পালনা প্রকল্পে ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের যথাযথ পুষ্টি প্রদান, বৃদ্ধি পর্যবেক্ষণ ও টিকা প্রদান করা হয়। 
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া প্রস্তাবানুযায়ী মন্ত্রক এখনও পর্যন্ত মোট ১৪ হাজার ৫৯৯টি এডব্লিউসিসি অঙ্গনওয়াড়ি ও ক্রেশ অনুমোদন করেছে। 
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।  

 

SC/PM/SB…


(Release ID: 2147677)
Read this release in: English , Urdu , Hindi