পরমাণুশক্তিদপ্তর
সংসদে প্রশ্নোত্তর : পরমাণু শক্তির মাধ্যমে ভারতের বিদ্যুৎক্ষেত্রের রোডম্যাপ
Posted On:
23 JUL 2025 3:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৫
দেশীয় প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরমাণু বিদ্যুৎশক্তির বিকাশে বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪টি ৮,৭৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারী জল পরমাণু চুল্লি (পিএইচডব্লিউআর) নির্মাণ। এছাড়া ৬,৬০০ মেগাওয়াটের আটটি পরমাণু চুল্লি তৈরির কাজও চলছে। ভারতের লক্ষ্য হল, ২০৩১-৩২ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎশক্তির উৎপাদন ক্ষমতা ২২,৪৮০ মেগাওয়াটে নিয়ে যাওয়া।
ক্ষুদ্র মডিউলার পরমাণু চুল্লি নিয়ে গবেষণা ও উন্নয়নে সরকার পরমাণু শক্তি মিশন চালু করেছে। এই কাজে বরাদ্দ করা হয়েছে ২০ হাজার কোটি টাকা।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পরমাণু বিদ্যুৎ ও মহাকাশ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং।
SC/MP/DM
(Release ID: 2147676)