নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) – এর ২৪ জুন, ২০২৫ তারিখে শুরু হওয়া প্রথম পর্যায়ের কাজ প্রায় সম্পন্ন

प्रविष्टि तिथि: 23 JUL 2025 5:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই, ২০২৫ 

 

২৩ জুলাই, ২০২৫ পর্যন্ত প্রকাশিত তথ্য: 
•    ৯৮.০১ শতাংশ ভোটারকে ভোটার তালিকার আওতায় আনা হয়েছে।
•    ২০ লক্ষ মৃত ভোটারের নাম পাওয়া গেছে।
•    ২৮ লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম পাওয়া গেছে।
•    ১ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
•    ১৫ লক্ষ ভোটারের ফর্ম এখনও ফেরৎ পাওয়া যায়নি।
•    ৭.১৭ কোটি ভোটারের ফর্ম সংগ্রহ করে তা ডিজিটালাইজড্‌ করা হয়েছে।
এসআইআর – এর প্রথম পর্যায়ে ভুলভাবে অন্তর্ভুক্ত সব ভোটারের প্রাথমিক তালিকা এবং এখনও যাঁরা ফর্ম পূরণ করেননি, তাঁদের তালিকা ২০ জুলাই বিহারের ১২টি মূল রাজনৈতিক দলের জেলা সভাপতিদের মনোনীত ১.৫ লক্ষ বুথ স্তর এজেন্টদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। 
বিহারে ভোটার যাঁরা বর্তমানে অস্থায়ীভাবে রাজ্যের বাইরে বসবাস করছেন এবং তাঁরা যদি অন্য কোথাও ভোটার তালিকায় নিবন্ধিত না হয়ে থাকেন, তা হলে ফর্ম পূরণ করতে পারবেন। তিনি ইসিআই নেট মোবাইল অ্যাপ – এ অথবা https://electors.eci.gov.in – এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন।
গণনা ফর্ম জমা দেওয়া ভোটারের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এসআইআর – এর প্রথম পর্যায়ের শেষে পয়লা অগাস্ট, ২০২৫ তারিখে ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। কোনও যোগ্য ব্যক্তি খসড়া তালিকায় স্থান না পেলে পয়লা সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত নাম নথিভুক্ত করার জন্য দাবি জানাতে পারবেন। 

 

SC/PM/SB…


(रिलीज़ आईडी: 2147675) आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , हिन्दी , English , Urdu